আগের দিনও তার রাজনৈতিক পরিচয় ছিল বিএনপির ভাইস চেয়ারম্যান, এখন তিনি নৌকা প্রতীকের প্রার্থী। শাহজাহান ওমরের এই ‘ডিগবাজির পর’ তাকে বহিষ্কার করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে অর্থাৎ আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন এই নাটকীয়তার পর রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমে আসে।
একই দিন বিকেলে শাহজাহান ওমরের পক্ষে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা পড়ে। তার আগে আওয়ামী লীগ সেই আসনে তার মনোনয়ন পাল্টে শাহজাহান ওমরকে প্রার্থী করে।
উল্লেখ্য, গত রবিবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগ এই আসনে তিনবারের সংসদ সদস্য বজলুল হক হারুণকে প্রার্থী করেছিল। তিনি নৌকা প্রতীকে অংশ নিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শাহজাহান ওমর ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালে সেই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন। ১৯৯৬ ও ২০১৮ সালে তিনি হেরে যান। ২০০৮ সালেই কেবল তাকে মনোনয়ন দেয়নি বিএনপি।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৩ থেকে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত আইন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল, যিনি মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাব পেয়েছেন। এছাড়া ২০১৬ সালের জাতীয় সম্মেলনের পর শাহজাহান ওমরকে ভাইস চেয়ারম্যানের পদও দেয় বিএনপি।
এদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশে অংশ নেন শাহজাহান ওমর। সেদিন পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গাড়ি পোড়ানোর একটি মামলায় তাকে আসামি করা হয়।
গত ৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তারের ২৪ দিনের মাথায় বুধবার (২৯ নভেম্বর) জামিনে মুক্তি পান শাহজাহান ওমর। এরপর তার ভোটে অংশ নেয়ার বিষয়ে গুঞ্জন ছড়ায়। পরদিন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সই করা মনোনয়ন ফরমটির ছবি ফেইসবুকে ভাইরাল হয়ে যায়।
বিকেলে শাহজাহান ওমর অনলাইনে মনোনয়নপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।
রিজভী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
More Stories
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল-ঘুষি
নারায়ণগঞ্জ আদালতের এজলাসে প্রবেশমুখে বিএনপিপন্থি আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার বেলা পৌনে তিনটার দিকে এই ঘটনা...
আওয়ামী লীগের শুধু দাফন হয়নি, কবর রচনা হয়ে গেছে: খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচার কখনো স্থায়ী হতে পারে না। স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায়...
ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমীর খসরু
‘ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৭ এপ্রিল) বিকেলে...
ভারত-পাকিস্তান বিরোধে মধ্যস্থতা করতে চায় বাংলাদেশ
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের বিরোধ চরম আকার ধারণ করেছে। বাক যুদ্ধ পরিণত হয়েছে শক্তি প্রদর্শনের। এরই মধ্যে...
আজ পর্যন্ত অবৈধ এক টাকা স্পর্শ করিনি: সারজিস আলম
এখন পর্যন্ত অবৈধ কোনো টাকা স্পর্শ করেননি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। একই সঙ্গে অনৈতিক...
ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ
প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন...