ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া, সভায় উত্থাপিত প্রশ্নের উত্তরে খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতাকে তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১৩ নভেম্বর) জেনেভায় ইউপিআরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে ভার্চুয়ালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, পর্যালোচনা সভায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরা হয়েছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিতেও সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাগিদ এসেছে। সভায় বেশ কিছু সুপারিশ এসেছে, সেগুলো পরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে। সংলাপের বিষয়ে কোনও কথা আসেনি। এ ছাড়া, বেশকিছু দেশের পক্ষ হতে শ্রমিক অধিকার, নির্বাচন, নারী নির্যাতনসহ বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছিল, সেগুলোর জবাবে দেওয়া হয়েছে।
সভায় জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে প্রায় ৯০ শতাংশ দেশ বাংলাদেশের অবস্থান নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন বলেও জানান মন্ত্রী।
এ ছাড়া গুম, খুন বিষয়ে করা প্রশ্নেরও যথাযথ ব্যাখ্যা করা হয়েছে। মন্ত্রী জানান, এরপরে সভায় আর কেউ কোনও প্রশ্ন করেননি। সভায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়েও প্রশ্ন এসেছে। সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে সেটির পরিবর্তন আনার খবরটিও সভায় জানানো হয়েছে।
জেনেভায় অনুষ্ঠিত সভার ফলাফল হিসেবে সন্তুষ্টি নিয়ে সরকার কম চাপ অনুভব করছে কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা আগামীর বাংলাদেশকে আরও ভালো অবস্থানে দেখতে চাই। এজন্য নিজেদের প্রস্তুত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এমনকি, যেসব দেশ ইউপিআর-এ বিভিন্ন সময়ে শঙ্কা প্রকাশ করে আসে, এক্ষেত্রে বাংলাদেশ তাদের থেকে নিরাপদ অবস্থানে রয়েছে।
More Stories
প্রবাসী আয় পাঠানোর শীর্ষে যুক্তরাষ্ট্র
চলতি বছরের জানুয়ারি মাসে দেশে এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স...
বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় পাসপোর্ট পেলেন ২৭ হাজার প্রবাসী বাংলাদেশি
বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় প্রায় ২৭ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। গত এক মাসে তাদের হাতে এসব বাংলাদেশি পাসপোর্ট তুলে...
আগরতলা মিশনে ভিসা সেবা চালু করছে বাংলাদেশ
ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা শুরু হচ্ছে বুধবার থেকে। আগরতলায় সহকারী হাইকমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এ...
২৩ মরদেহ দাফনে বিষয়ে যা জানালেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত
ভূমধ্যসাগর হয়ে অবৈধ উপায়ে ইতালি যাওয়ার সময় নৌকাডুবির শিকার হয়ে মারা যাওয়া ২৩ ব্যক্তিকে লিবিয়ার ব্রেগাতে দাফন করা হয়েছে। এসব...
ভূমধ্যসাগর উপকূলে ২০ লাশ উদ্ধার, সবাই বাংলাদেশি হওয়ার আশঙ্কা
লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কিছু অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ব্রেগা থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায়...
কেমন আছেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডনে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন। সেখানে তার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। শারীরিক পরীক্ষার কিছু রিপোর্ট পাওয়া...