ইইউ রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে আ.লীগ
সংবিধান অনুযায়ী কিছু দিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। এরপর নির্বাচন কমিশন ভোটের শিডিউল (তফশিল) ঘোষণা করবে এবং সে মোতাবেক আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন করবে।
রোববার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসায় ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যরা। বৈঠকের পর আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান অপেক্ষমাণ সাংবাদিকদের এসব তথ্য জানান।
ফারুক খান বলেন, ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে, তারা একটা এক্সপার্ট গ্রুপকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে পাঠাবে।
ইইউ-এর সঙ্গে দেড় ঘণ্টার এ বৈঠকে মূলত আলোচনা হয়েছে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কী পরিসরে, কী চিন্তায় অগ্রসর হচ্ছে? এসব বিষয়ে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এক প্রশ্নের জবাবে ফারুক খান বলেন, আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে, তাতে প্রমাণ হয়েছে তারা (ইউরোপীয় ইউনিয়ন) বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন চায়। আমরা (আওয়ামী লীগ) সেই নির্বাচনের কথাই বলি।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের ম্যানিফেস্টো (ইশতেহার) কী হবে, তাও ইইউ সদস্যরা জানতে চেয়েছেন উল্লেখ করে ফারুক খান বলেন, আমরা তাদের ব্যাখ্যা করেছি আমাদের ম্যানিফেস্টোতে সাধারণত দুটি অংশ থাকে। প্রথম অংশে গত নির্বাচনে যে ম্যানিফেস্টো দেওয়া হয়েছে, সেখানে আমাদের যে কমিটমেন্টগুলো ছিল, সেটা আমরা কতদূর পূরণ করতে পেরেছি, তা আমরা জনগণকে জানাব। পরের অংশে আগামী ৫ বছর আমরা কী করতে চাই, এটা জানাব। এই লক্ষ্যে অংশীদারদের নিয়ে ইতোমধ্যে বৈঠক হয়েছে, তারা কাজ করছেন। কিছুদিনের মধ্যেই এটা শেষ হলে তা আওয়ামী লীগের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মিটিংয়ে প্লেস করা হবে। সেখানে এটা অনুমোদন পেলে প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানানো হবে।’
বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ নিয়ে আওয়ামী লীগের কী চিন্তাভাবনা, তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ফারুক খান।
তিনি বলেন, শিক্ষা নিয়ে আমরা কী চিন্তাভাবনা করছি, দেশের অন্যান্য ডেভেলপমেন্ট নিয়ে, ইকোনমিক ক্রাইসিস নিয়ে আমরা কী চিন্তাভাবনা করছি, এ বিষয়গুলো আলোচনায় এসেছে। আমি মনে করি খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক ভালো হয়েছে দাবি করে ফারুক খান বলেন, বৈঠকের শুরুতেই তারা বলেছেন বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক; এটা একটা চমকপ্রদ ব্যাপার। আগামী কিছু দিনের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) ইউরোপীয় ইউনিয়ন সফরে যাচ্ছেন। সেখানে আমাদের সঙ্গে পার্টনারশিপ চুক্তি হবে। এ কথাগুলো তারা শুরুতেই উল্লেখ করেছেন।
বিএনপির দাবি প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে ফারুক খান বলেন, বিএনপির কথা নিয়ে আমরা শুধু এতটুকু বলেছি যে, বিএনপি একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক দল। আশা করি তারা আগামী নির্বাচনে অংশ নেবে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, না, সংলাপের কোনো কথা হয়নি।
ফারুক খান বলেন, আগামী নির্বাচনে আমরা (আওয়ামী লীগ) জয়লাভ করলে দেশটা কীভাবে চালাব? ইইউ-এর রাষ্ট্রদূতদের এমন প্রশ্নের জবাবে বলেছি, এর উত্তর আপনারা আমাদের ম্যানিফেস্টোতেই পাবেন। আমাদের ম্যানিফেস্টোতেই তো লেখা থাকবে, আগামী ৫ বছর বাংলাদেশ কীভাবে চলবে, ডেমোক্রেসিকে কীভাবে এক্সটেন্ড করা হবে, জুডিশিয়াল সিস্টেমকে কীভাবে এক্সটেন্ড করা হবে, কীভাবে আমরা করাপশনের বিরুদ্ধে লড়ব; এসব কথা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে থাকবে।
বৈঠকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ছাড়াও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম ও নির্মল চ্যাটার্জী উপস্থিত ছিলেন।
More Stories
দায়িত্ব নেওয়ার সময় নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না : সাখাওয়াত হোসেন
দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কি না, তা নির্বাচন কমিশনই বলতে পারবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার...
জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে : এনসিপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক...
আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল ৮টায় হযরত...
‘আমি ভালো আর সব খারাপ’— আওয়ামী আমলের এই প্রচার এখনো চলছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি ভালো আর সব খারাপ। এ রকম একটি বিষয় আমরা দেখেছি ১৬ বছর ধরে।...
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
