Read Time:2 Minute, 5 Second

চলতি অর্থবছরের সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশে প্রবাসীরা বৈধ পথে ও ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স। এর আগে, ২০২০ সালের এপ্রিলে ১০৯ কোটি ২৯ লাখ টাকা রেমিট্যান্স এসেছিল। পরবর্তীতে রেমিট্যান্স প্রবাহ উঠানামা করলেও এতটা নিচে নামেনি।

রোববার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য মতে, সেপ্টেম্বরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার রেমিট্যান্স। যা আগের বছরের সেপ্টেম্বরের তুলনায় ১৯ কোটি ৫৯ লাখ ডলার কম। গত বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ৯৬ লাখ ডলার।

রেমিট্যান্স পর্যালোচনায় দেখা গেছে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৪৫ কোটি ২২ লাখ ডলার, পরের মাস মার্চে এসেছিল ১২৭ কোটি ৬২ লাখ ডলার, এপ্রিলে এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ডলার রেমিট্যান্স। একই বছর মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৫০ কোটি ৪৬ লাখ ডলার রেমিট্যান্স। পরবর্তীতে রেমিট্যান্স প্রবাহ উঠানামা করলেও সদ্য সমাপ্ত সেপ্টেম্বরের মতো এতটা কমেনি। যদিও গত তিন মাস ধরেই ধারাবাহিকভাবে কমছে রেমিট্যান্স।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি আওয়ামী লীগ নেতার
Next post যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে: প্রধানমন্ত্রী
Close