Read Time:3 Minute, 45 Second

আসামি হিসেবে ট্রাম্পের মুখচ্ছবি বা মাগশট প্রকাশের পর ৭১ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে ট্রাম্পের নির্বাচনী শিবির। বৃহস্পতিবার জর্জিয়া রাজ্যের আটলান্টায় কয়েদি হিসাবে ট্রাম্পের মাগশট বা মুখচ্ছবি প্রকাশের পর এ অর্থ সংগ্রহ হয়েছে। শনিবার (২৬ আগস্ট) ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চেউং এই তথ্য জানিয়েছেন।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফলে হস্তক্ষেপের মামলায় গত বৃহস্পতিবার ট্রাম্প আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পান। এই মুহূর্তে ২০২৪ সালের নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প, তবে তার বিরুদ্ধে রয়েছে আরও তিনটি অভিযোগ। এগুলোর মধ্যে দুটি হচ্ছে, নির্বাচনে কারচুপির মিথ্যা দাবি এবং আরেকটি হচ্ছে, ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে দাঙ্গা সংক্রান্ত অভিযোগ।

ট্রাম্প অবশ্য তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, কারণ আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই রিপাবলিকানদের মধ্যে মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন।

তবে জর্জিয়া এবং ক্যাপিটলে দাঙ্গার অভিযোগ মাথায় নিয়েও নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরেই চালাচ্ছে ট্রাম্প শিবির। প্রায় তিন সপ্তাহের মধ্যে তিনি ২০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

জর্জিয়ায় গ্রেপ্তার হওয়ার পরপরই শুক্রবার (২৫ আগস্ট) ট্রাম্প শিবির ৪.১৮ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে। বলা হচ্ছে যে, নির্বাচনী প্রচারণায় ২৪ ঘণ্টার মধ্যে এটিই তাদের সংগ্রহ করা সবচেয়ে বেশি অঙ্কের তহবিল।

এছাড়াও, নিজেদের অনলাইন দোকান থেকে পণ্য বিক্রি এবং সমর্থকদের কাছে সাহায্যের জন্য বার্তা পাঠিয়েও অর্থ সংগ্রহ করেছে ট্রাম্পের প্রচারণা শিবির।

গত বৃহস্পতিবার জামিনে ছাড়া পাওয়ার পর ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (প্রাক্তন নাম টুইটার) নিজের ওয়েবসাইটের ঠিকানা এবং মাগশট পোস্ট করেন, সঙ্গে বড় হাতের অক্ষরে ক্যাপশনে লেখেন- নির্বাচনে হস্তক্ষেপ। কখনোই আত্মসমর্পণ নয়!

ওই একই দিনে ট্রাম্পকে জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় এবং তার মাগশট (মুখমন্ডলের ছবি) নেয়া হয়। ২০০,০০০ ডলার মুচলেকা দিয়ে জামিনে মুক্তি পান তিনি। সূত্র: বিবিসি

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শেখ হাসিনার কাছে ১৭৫ বিশ্বনেতার খোলা চিঠি
Next post বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করলো নেপাল
Close