Read Time:2 Minute, 12 Second

চিকিৎসার জন্য বিএনপির শীর্ষস্থানীয় ৩ নেতা বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সর্বশেষ শনিবার গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঙ্গে তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ তাদের দুই ছেলেও রয়েছেন।

শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন আব্বাস দম্পতি।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পদক ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের শারীরিক বেশ কিছু উপসর্গ দেখা দেওয়ায় তিনি চিকিৎসকের পরামর্শ এবং নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।

ডা. রফিক জানান, আফরোজা আব্বাসও ফলোআপ চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন। গত বছর পাকস্থলির সমস্যার কারণে চিকিৎসকদের পরামর্শে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি।

এর আগে গত ২৪ আগস্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারির ফলোআপ চিকিৎসার জন্য প্রতিবছরই সিঙ্গাপুর যান মির্জা ফখরুল।

এ ছাড়া গত ২৭ জুন থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার ব্রেইনে টিউমার ধরা পড়ায় সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শান্তিপূর্ণ কর্মসূচিও বরদাশত করছে না সরকার: ফখরুল
Next post বাংলাদেশে পর্যটন কার্যালয় চালু করছে সৌদি আরব
Close