লিটল বাংলাদেশ কমিউনিটি আয়োজনে গত ১৯ আগষ্ট ২০২৩ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য (নোয়াখালী-৫, ১৯৭০-১৯৭৩) বঙ্গবন্ধুর স্নেহাস্পদ সৈনিক লস এঞ্জেলেসের বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল চৌধুরীর পিতা মরহুম ‘আবু নাছের চৌধুরীর’ ১২তম মৃত্যু বার্ষিকীতে সাইন্টলোজী মিলনায়তনে এক স্মৃতিচারন অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াতের মাধমে সন্ধ্যা ৮টায় অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে মরহুম আবু নাছেরের আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলী ও তাঁকে স্মৃতিচারন করে বিভিন্ন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
লস এঞ্জেলেসের ভয়েস লিটল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি জনাব কাজী মশহুরুল হুদা’র পরিচালনা ও উপস্থাপনায় অত্যন্ত ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে স্মৃতিচারন করা হয়।পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বক্তব্য প্রদান করেন, বীর মুক্তিযোদ্ধা জাহেদুল মাহমুদ জামি, বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব এবং কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিত্ব বর্গের মধ্যে জনাব শফিকুর রহমান, ডাক্তার রবি আলম, জয়নুল আবেদিন, সামসুদ্দিন মানিক, সোহেল রহমান বাদল, সামসুল ইসলাম, টি জাহান কাজল, শফি আহমেদ, মোফাজজল হোসেন মফু, শেখ রাজা, জহির আহমেদ পান্না, প্রমুখ। মমিনুল হক বাচ্চু বিশেষ কারণ বশত: আসতে না পারায় তার প্রেরিত বক্তব্য পাঠ করা হয়। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সুযোগ্য সন্তান নাজমুল চৌধুরী।

উল্লেখ্য যে, মরহুম আবু নাসের চৌধুরী ১৯৭২ সনে প্রথম বঙ্গবন্ধুর নামে কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও স্কুল, কলেজ ও মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গেছেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনাব নাজমুল চৌধুরী।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
