মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণের চলমান রিক্যালিব্রেশন কর্মসূচি সামনে রেখে পোস্ট অফিসের পাশাপশি হাতে হাতে সরাসরি পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৮-২৯ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে বাংলাদেশ হাইকমিশন, ১৬৬ জালান বেসার, পেকান আম্পাং থেকে পাসপোর্ট ডেলিভারি দেবে। তবে যাদের পাসপোর্ট অনলাইন হয়েছে শুধু তারাই সরাসরি পাসপোর্ট ডেলিভারি নিতে পারবে।
এছাড়া পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান POS Malaysia Post Office এর সার্ভিসটিও একই সাথে চালু থাকবে। যারা ইতোমধ্যে POS Malaysia Post Office এর মাধ্যমে আবেদন করেছেন তাদের পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমেই গ্রহণ করতে হবে। এছাড়া ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে appointment.bdhckl.gov.bd/poslaju ঠিকানায় প্রবেশ করে তথ্য পূরণ করে আবেদন করতে হবে।
এদিকে, হাইকমিশনের এমন উদ্যোগে স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গাজীপুরের মো. শরিফ বলেন চলমান বৈধকারণ প্রকল্পের পূর্ণ সুবিধা নিতে দূতাবাসের এমন উদ্যোগ্যে হাজার হাজার প্রবাসী ফিরবে।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে মহামারি করোনার সময় গণজমায়েত এড়াতে দূতাবাস থেকে সরাসরি পাসপোর্ট আবেদন গ্রহণ এবং ডেলিভারি সার্ভিস বন্ধ রেখে ডাকযোগে আবেদন গ্রহণেরর নিয়ম চালু হয়, যা এখনো চলমান রয়েছে।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
