Read Time:2 Minute, 46 Second

মিশরে স্থানীয় বখাটেদের হাত থেকে পালাতে পাঁচ তলা থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় সোমবার রাত একটার সময় বন্দর নগরী আলেক্সান্ডারিয়ায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হৃদয়ের বাড়ি মাগুরায়। আহতরা হলেন, নওগাঁ জেলার রাসেল হোসেন ও ভাগিনা রাসেল।

জানা যায়, বন্দর নগরী আলেক্সান্ডারীয়ার আলেক্স এপ্যারেল নামের একটি পোশাক কারখানায় কর্মরত চারজন প্রবাসী তাদের দুই মিশরীয় সুন্দরী বান্ধবীকে বাসায় ডেকে আনে ফুর্তি করতে।‌ এসময় এলাকার স্থানীয় কিছু বখাটে ছেলে তাদের বাসায় হানা দেয় ও টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে বিভিন্ন হুমকি দিতে থাকে।‌

ভিতরে থাকা প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কিত হয়ে পাঁচ তলা বিল্ডিংয়ের পেছনের টয়লেটের পাইপ বেয়ে নিচে নেমে পালানোর সময় আলমগীর হৃদয় নামের একজন নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। রাসেল ও তার ভাগিনা রাসেল একই পথ অবলম্বন করতে গিয়ে দুই ইমারতের মাঝে আটকে ভাগিনা রাসেলের বুকের পাঁজর ভেঙে যায় ও রাসেল সেখানেই আটকে থাকে।

পরে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়, নিহত ও আহতরা মিশরে‌ গত ৮/১০ বছর ধরে অবৈধভাবে মিশরের বিভিন্ন পোশাক শিল্পে শ্রমিকের কাজে নিযুক্ত ছিল।‌

এ ব্যপারে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) জনাব ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি। ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এ্যালেক্স এপার‌্যালসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে যা করণীয় তা করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কুয়েতে স্ট্রোক করে মিরসরাই প্রবাসীর মৃত্যু
Next post বাইডেনের মন্তব্য উস্কানিমূলক: চীন
Close