মিশরে স্থানীয় বখাটেদের হাত থেকে পালাতে পাঁচ তলা থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
স্থানীয় সময় সোমবার রাত একটার সময় বন্দর নগরী আলেক্সান্ডারিয়ায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হৃদয়ের বাড়ি মাগুরায়। আহতরা হলেন, নওগাঁ জেলার রাসেল হোসেন ও ভাগিনা রাসেল।
জানা যায়, বন্দর নগরী আলেক্সান্ডারীয়ার আলেক্স এপ্যারেল নামের একটি পোশাক কারখানায় কর্মরত চারজন প্রবাসী তাদের দুই মিশরীয় সুন্দরী বান্ধবীকে বাসায় ডেকে আনে ফুর্তি করতে। এসময় এলাকার স্থানীয় কিছু বখাটে ছেলে তাদের বাসায় হানা দেয় ও টাকা দাবি করে। দাবি অনুযায়ী টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে বিভিন্ন হুমকি দিতে থাকে।
ভিতরে থাকা প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কিত হয়ে পাঁচ তলা বিল্ডিংয়ের পেছনের টয়লেটের পাইপ বেয়ে নিচে নেমে পালানোর সময় আলমগীর হৃদয় নামের একজন নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। রাসেল ও তার ভাগিনা রাসেল একই পথ অবলম্বন করতে গিয়ে দুই ইমারতের মাঝে আটকে ভাগিনা রাসেলের বুকের পাঁজর ভেঙে যায় ও রাসেল সেখানেই আটকে থাকে।
পরে এলাকাবাসী ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, নিহত ও আহতরা মিশরে গত ৮/১০ বছর ধরে অবৈধভাবে মিশরের বিভিন্ন পোশাক শিল্পে শ্রমিকের কাজে নিযুক্ত ছিল।
এ ব্যপারে কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) জনাব ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি। ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এ্যালেক্স এপার্যালসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে যা করণীয় তা করা হবে।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
