Read Time:1 Minute, 57 Second

গ্রিসের কোস দ্বীপ থেকে নিখোঁজ পোল্যান্ডের নাগরিক আনাস্তাসিয়া প্যাট্রিসিয়া রুবিনস্কা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। গ্রিস সিটি নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার রাতে আটক বাংলাদেশির বাসস্থান থেকে ১ কিলোমিটার দূরে একটি নির্জন স্থান থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, এক নারী স্বেচ্ছাসেবী প্রথমে মরদেহটি খুঁজে পান। শরীরের অর্ধেকটা কালো ব্যাগের ভিতর আর বাকি অর্ধেক চাদরে মোড়ানো ছিল। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল না। মরদেহটি ডালপালা ও শুকনো ঘাস দিয়ে ঢেকে রাখা ছিল।

এ ঘটনায় ৩২ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তার ব্যক্তিগত জিনিসপত্র পুলিশের ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নিয়ে এসেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ওই নারীর নিখোঁজ হওয়ার আগে আটক ওই বাংলাদেশির সঙ্গে তার শেষ দেখা হয়েছিল। বাংলাদেশি ছাড়াও তার পাকিস্তানি রুমমেটকে নিয়ে তদন্ত করছে পুলিশ। তবে গ্রেপ্তার বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহা ২৯ জুন
Next post যুক্তরাষ্ট্রে মিউজিক ফেস্টিভ্যালের পাশে গুলিবর্ষণ, নিহত ২
Close