যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বুকে কাঁপন ধরিয়েছে বলে দাবি করেছেন যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, এই সরকার আরেকটি তামাশার নির্বাচন করতে চায়। আর তা বুঝতে পেরেই নির্বাচনের আগেই নতুন এই ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
রোববার দুপুরে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় গণতন্ত্র মঞ্চ ঢাকা মহানগর উত্তরের পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জোটের নেতারা এ কথা বলেন। বর্তমান সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়।
গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতির ঘোষণায় দুনিয়ার কাছে বাংলাদেশের নাগরিকদের মান-সম্মান নষ্ট হয়েছে। এই সরকারকে বিদায় নিতেই হবে। লোভ দেখিয়ে, ভাঙন ধরিয়ে আন্দোলন থামানো যাবে না।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে যুক্তরাষ্ট্র গায়ে পড়ে নতুন ভিসানীতি ঘোষণা করত না। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ভেসে যাবে। আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে আসছে দাবি করে তিনি বলেন, মানুষ পরিষ্কার বুঝতে পারছে—২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি তামাশার নির্বাচন করতে চায় সরকার, কিন্তু জনগণ এবার তা আর হতে দেবে না।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘গায়ের জোরে ক্ষমতা টিকিয়ে রাখতে গিয়ে এই সরকার বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ইউরোপীয় ইউনিয়নসহ অন্যরাও এই সরকারের অপশাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।’
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, মার্কিন ভিসানীতির ফলাফল পেয়েছে গাজীপুরের ভোটাররা। অবাধে ভোট দেওয়ার প্রথম সুযোগে নৌকার প্রার্থীকে তারা হারিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আন্দোলনে এই সরকারের পতন ঘটিয়ে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
মার্কিন ভিসানীতি সরকারের নীতি-নির্ধারকদের বুকে কাঁপন ধরিয়েছে দাবি করে সমাবেশে সভাপতির বক্তব্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আশঙ্কা আছে—গণতান্ত্রিক বিশ্ব বলে পরিচিত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডার মতো দেশগুলোও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আকবর খানের পরিচালনায় কর্মসূচিতে জেএসডির সহসভাপতি তানিয়া রবসহ অন্যরা বক্তব্য রাখেন। সমাবেশ ও পদযাত্রায় আরও অংশগ্রহণ করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ অনেকেই।
More Stories
‘মার্চ ফর গাজা’য় বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি
গাজায় ইসরাইলের আগ্রাসন ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের কর্মসূচি ‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্রে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ (ইসরাইল ব্যতীত) লেখাটি...
সরকারের একমাত্র কাজ শেখ হাসিনার বিচার করা: মৎস্য উপদেষ্টা
শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলেই হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে, সেটা হবে শেখ...
‘প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন’
দেশ ও জাতির কল্যাণে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক...
ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার
চলতি বছরের ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য...
পুরোপুরি পুড়ে ছাই ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উদ্যাপনের প্রস্তুতির অংশ হিসেবে তৈরি হওয়া দুটি প্রতীকী মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে...
‘ফ্যাসিবাদের মুখাকৃতি’তে আগুন
চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা ভাস্কর্যে আগুন দেওয়া হয়েছে। কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করতে...