কুমিল্লায় আকবর হোসেন ওরফে বাবুল নামে এক আমেরিকা প্রবাসীকে হত্যার দায়ে পাঁচ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের আশরাফুল হোসেন বেলালের স্ত্রী লিপি আক্তার ওরফে কাজল, একই গ্রামের মৃত আবদুর রবের ছেলে কামাল হোসেন, আবুল কালামের ছেলে তাজুল ইসলাম ওরফে সজিব, সামছুদ্দিনের ছেলে মো. রহমত উল্লাহ ওরফে রনি ও জালাল আহাম্মদের ছেলে মো. রুবেল।
জানা যায়, ২০১৭ সালের ১৪ আগস্ট দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলার নোয়াপাড়া গ্রামের লাকসাম-মুদাফ্ফরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশের জলাশয় থেকে চটের বস্তায় ভর্তি অজ্ঞাতনামা একজনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে এদিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লাকসাম থানায় হত্যা মামলা দায়ের করে। পরে লাশটি আমেরিকা প্রবাসী ওই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের আকবর হোসেন বাবুলের বলে সনাক্ত করা হয় এবং পারিবারিক বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয় বলে রহস্য উদঘাটন করে পুলিশ। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর লিপি আক্তার কাজল ও কামাল হোসেনকে, পরদিন তাজুল ইসলাম ওরফে সজিবকে। এবং ২৪ সেপ্টেম্বর মো. রহমত উল্লা ওরফে রনিকে আটক করে। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মাহফুজ আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ৪ জুলাই বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহিদ হোসেন বলেন, এ মামলায় আদালত ২৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ওই ৫ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।
এ রায় ঘোষণার সময় ৫ জন আসামির মধ্যে ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার প্রধান আসামি লিপি আক্তার কাজল ও তাজুল ইসলাম ওরফে সজিব জামিনে গিয়ে পলাতক রয়েছে।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ মামলায় আসামিপক্ষে ছিলেন অ্যাড. সৈয়দ আব্দুল্লাহ পিন্টু।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
