জাতির পিতা যে লক্ষ নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন, সেই লক্ষে কাজ করছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের স্বার্থ রক্ষা তার কাছে সবার আগে।
সোমবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘একুশ বছর পর ৯৬ সালে ক্ষমতায় এসে অনেকগুলো কাজ করে দেশকে একটা মর্যাদার আসনে নিয়ে এসেছিলাম। কিন্তু ২০০১ সালে আমরা ক্ষমতায় আসতে পারি নাই। কেন আসতে পারি নাই। বাংলাদেশের সম্পদ বিক্রি করতে যদি রাজি হতাম, আমার ক্ষমতায় থাকতে কোনও অসুবিধাই হতো না।’
‘কিন্তু দেশের মানুষের সম্পদ বেচে দিয়ে আর দেশের মানুষের মুখ কালো করে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে ক্ষমতায় যাবে, ওই রাজনীতি আমি করি না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় যেতে পারিনি, আমাদের নেতাকর্মীদের অনেক কষ্ট হয়েছে কিন্তু সেই সাথে সাথে দেশের মানুষও একটা তুলনা করতে পেরেছে যে, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকায় কীভাবে দুর্নীতি, লুটপাট, অত্যাচার হয়। কীভাবে সন্ত্রাস হয়, কীভাবে জঙ্গিবাদ সৃষ্টি হয়, বাংলা ভাই সৃষ্টি হয়, তারপর বিদেশে টাকা পাচার করা…২০০৮ সালের নির্বাচনে মানুষ এসবের জবাব দিয়েছে। এজন্য বিএনপি জোট মাত্র ২৯টি সিট পেয়েছিলো।’
বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ সালে মাতৃভাষায় কথা বলার যে আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনের পথ বেয়েই তিনি ধীরে ধীরে এদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন। তিনি আমাদের একটি রাষ্ট্র দিয়েছেন। জাতি হিসেবে মর্যাদা দিয়েছেন। বিশ্ব দরবারে আত্মপরিচয়ের সুযোগ করে দিয়েছিলেন।’
দ্রুততম সময়ের মধ্যে বঙ্গবন্ধু একটি সংবিধান উপহার দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপরিচালনা করার সুফল দেশের মানুষ পেতে শুরু করেছিলো- উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু ভাগ্য বাংলাদেশের মানুষের ছিলো বিড়ম্বনা। তাই ’৭৫ এ জাতির পিতাকে হত্যার মাধ্যমে সব ইতিহাস যেমন বিকৃত করা হলো। জাতির পিতার বিরুদ্ধে অপপ্রচারের পাশাপাশি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিল। একটা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করা এবং প্রথমে লেবাস পড়ে ক্ষমতায় উত্তরণ, রাজনীতিবিদদের গালি দিয়ে ক্ষমতা দখল করে আবার লেবাস খুলে নিজেরাই রাজনীতিক হয়ে যাওয়া আর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করা- এই কালচারটাই শুরু হয়েছিলো বাংলাদেশে।’
‘আজকে সেই অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাতে তৈরি করা যে সংগঠন তারা নাকি গণতন্ত্র চায়। যাদের জন্মই গণতন্ত্রের মাধ্যমে হয়নি, যাদের জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলের মধ্য দিয়ে মিলিটারি ডিক্টেটরির পকেট থেকে; তারা বলে, আওয়ামী লীগ গণতন্ত্র দেয়নি, তারা গণতন্ত্র দেবে। গণতন্ত্রের জন্য নাকি তারা লড়াই করে। তাদের জিজ্ঞাসা করতে হয় তাদের জন্মটা কোথায়। অবৈধ দখলকারী এটা আমাদের কথা নয়, উচ্চ আদালতই বলে দিয়েছে জিয়া, এরশাদ এদের ক্ষমতা দখল ছিলো অবৈধ। তারপর তারা নাকি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে।’
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘তারা নালিশ করে বেড়ায় তাদের ওপর নাকি খুব অত্যাচার। অত্যাচার তো আমরা করি নাই। অত্যাচার তো করেছে বিএনপি-জামায়াত জোট। জিয়া এসে হাজার হাজার মানুষ হত্যা করেছে। সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার সৈনিক থেকে শুরু করে কয়েক হাজার মানুষকে ফাঁসি দিয়েছে, গুলি করেছে, হত্যা করেছে। পরিবারগুলো তাদের লাশও পায়নি। ’৭৭ সালে বিমানবাহিনীর প্রায় ৫৬৫ জন সৈনিক-অফিসার এবং কর্মচারীদের হত্যা করেছে, যাদের পরিবার তাদের লাশ পায়নি। সব লাশ গুম হয়ে গেছে। আওয়ামী লীগ-ছাত্রলীগের অগণিত নেতাকর্মী তাদের ধরে নিয়ে…জিয়ার আমলে ছিলো সাদা মাইক্রো বাস, এতে যাদের উঠাতো তারা আর মায়ের কোলে ফিরে আসে নাই। জিয়া এভাবে তুলে নিয়ে হত্যা করেছে, তাদের লাশও খুঁজে পায়নি।’
তিনি বলেন, ‘আমরা তো তাদের মিছিল-মিটিং করতে দিচ্ছি। আওয়ামী লীগকে তো কখনো মাঠেই নামতে দেয়নি। হাত কেটেছে, পা কেটেছে, চোখ তুলে নিয়েছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। বাড়ি-ঘর দখল করে রাতারাতি পুকুর কেটে কলাগাছ পুঁতেছে। সারাদেশে তাণ্ডব করে বেড়িয়েছে। তারা আসে গণতন্ত্রের ছবক দিতে। তাদের ওপর নাকি অত্যাচার হয়। ওরা আমাদের সাথে যা করেছে তার একভাগও যদি আমরা করি, তাদের তো খুঁজে পাওয়া যাবে না। আমরা তো সেই পথে যাইনি। আমরা প্রতিশোধ নিতে যাইনি। তারা যে অন্যায়গুলো করেছে, আমরা তো ন্যায় করছি।’
এসময় বিএনপি-জামায়াত জোটের অগ্নিসন্ত্রাসের চিত্র তুলে ধরে তিনি বলেন, যাদের ভেতরে একটু মনুষ্যত্ব আছে, তারা কি এভাবে মানুষ পড়িয়ে হত্যা করতে পারে? সেই পোড়া শরীর নিয়ে মানুষগুলো এখনও বেঁচে আছে। কীভাবে মানবেতর জীবনযাপন করছে, এটা দেশের মানুষ তো দেখছে। তারা এদেশের মানুষকে কী দিয়েছে। কত টাকা বিদেশে পাচার করে নিয়েছে সেটা আর না বললাম।’
জাতির পিতার হত্যাকারীদের ইনডেমনিটি দিয়ে বিচারের পথ রুদ্ধ করে সংসদে বসানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে। এরশাদ তাদের দল গঠন করতে দিয়েছে। রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নির্বাচন করতে দিয়েছে। আর খালেদা জিয়া রশিদ আর হুদাকে ’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি করে তাদের সংসদে এনে বিরোধীদলের স্থানে বসিয়েছে। যাদের বিচার করা যাবে না, মানবাধিকারের কথা বলে। আমরা যারা পনেরো আগস্টে আপনজন হারিয়েছি, তাদের কি মানবাধিকার পাওয়ার কোনও সুযোগ নেই? আমি তো বিচার চাইতে পারি নাই। তারা আজকে এতো কথা কোথা থেকে বলে। দেশের ভেতরে না দেশের বাইরে গিয়ে নালিশ করা আর কান্না করা এটাই তাদের চরিত্র। তারা মনে করে সেখান থেকে এসে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলার মানুষ এখন অনেক সজাগ সচেতন।
এসময় পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন চিত্রের প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এগুলো নাকি ওদের (বিরোধীদের) চোখে পড়ে না। জানি না মেট্রোরেলে চড়ে কি না? নিশ্চয়ই চড়ে! তার সুফল নিশ্চয়ই ভোগ করে। কিন্তু তারপরও বলবে, এটা কেন করা হল? আমার মনে আছে টেলিভিশনে একজন খুব আলোচনা করছে, ৩৫ হাজার কোটি টাকা দিয়ে মেট্রোরেল করে কী হবে? তিন হাজার কোটি টাকা হলেই তো যানজটমুক্ত করা যায়? তিন হাজার কোটি টাকার বাস কিনে রাস্তায় ছেঁড়ে দিলেই নাকি যানজট মুক্ত হবে? এই রাস্তায় আরও বাস দিলে আরও যানজটমুক্ত হবে, না আরও সৃষ্টি হবে?’
More Stories
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
