রাজশাহী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে দুই বাংলাদেশিকে পেটানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। এসময় স্থানীয় বাংলাদেশিদের প্রতিরোধের মুখে নিজেদের দুটি অস্ত্র ফেলে পালিয়ে যায় বিএসএফ জওয়ানরা। রোববার বেলা ১১টার দিকে জেলার গোদাগাড়ীর খরচাকা সীমান্তে এ ঘটনা ঘটে।
বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে অস্ত্র দুটি বিএসএফকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনার পর থেকে খরচাকা সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি।
স্থানীয় বাসিন্দারা জানান, গোদাগাড়ীর মোল্লাপাড়া ও খরচাকাসহ আশপাশের গ্রামের রাখালেরা পদ্মা নদীর চরে বাংলাদেশের সীমানার ভেতরেই নির্মল চরে মহিষ চরাতে যান। এসময় বিএসএফের দুই সদস্য বাংলাদেশি রাখালদের মহিষ চরাতে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে বিএসএফ জওয়ানরা তেড়ে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করে বাংলাদেশি নাগরিকদের বেধড়ক পেটাতে থাকেন।
ঘটনাটি দেখতে পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে গেলে তাদের ওপরও হামলে পড়ে বিএসএফ। এসময় আত্মরক্ষায় বিএসএফ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাংলাদেশি নাগরিকরা। একপর্যায়ে বিএসএফ জওয়ানরা অস্ত্র ফেলে পালিয়ে যান।
বিএসএফের হামলায় বাংলাদেশি দুই নাগরিক আহত হয়েছেন। আহতরা হলেন গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমতলা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ফিরোজ (৩০) ও বিয়ানাবোনা গ্রামের ইউনুসের ছেলে বাবু (৩২)।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূ-খণ্ডে অনুপ্রবেশ করে দুই রাখালকে রাইফেল দিয়ে পিটিয়েছে। ঘটনাটি দেখে অন্যরা দৌড়ে গেলে তাদেরকেও পেটানো চেষ্টা করেন তারা। তবে বাংলাদেশিদের সম্মিলিত প্রতিরোধে মুখে রাইফেল ফেলেই পালিয়েছেন বিএসএফ জওয়ানরা।’
বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ আমাদের সময়কে বলেন, ‘বিএসএফ জওয়ানরা গতকাল বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়েছিলেন। এসময় স্থানীয় রাখালদের প্রতিরোধের মুখে তারা অস্ত্র ফেলে পালিয়ে যান। খবর পেয়ে গোদাগাড়ীর খরচাকা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা চরে গিয়ে রাখালদের কাছ থেকে অস্ত্র দুটি উদ্ধার করে।’
লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, পরে ওইদিনই বিকেলে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এ বৈঠকের মাধ্যমে বিএসএফের অস্ত্র দুটি ফেরত দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে রাখালদের সঙ্গে হাঙ্গামা করার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
More Stories
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী...
কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা...
পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
