যুক্তরাষ্ট্রে ২০টির বেশি অঙ্গরাজ্যে সরকারি কাজে ব্যবহৃত ফোন-ট্যাবের মতো ডিভাইসগুলোতে টিকটক নিষিদ্ধ করা হয়েছে। এই তালিকায় সব শেষ যোগ হয়েছে কেন্টাকি। মূলত সাইবার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে ডিভাইসগুলোতে বিশ্বব্যাপী জনপ্রিয় এই অ্যাপটি নিষিদ্ধ করেছে মার্কিন কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
কেন্টাকি প্রশাসন জানিয়েছে, সরকার-পরিচালিত ডিভাইসগুলোতে চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক ব্যবহার বন্ধ করার বিষয়ে কর্মচারী নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) উইসকনসিন এবং উত্তর ক্যারোলিনার গভর্নররা সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করার আদেশে সই করেন। এ সপ্তাহের শুরুতে ওহাইও, নিউ জার্সি, আরকানসাসও একই পদক্ষেপ নিয়েছে।
তবে কঠিন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিছু রাজ্য আরও একধাপ এগিয়ে। যেমন- নিউ জার্সি ও উইসকনসিন টিকটক ছাড়াও বেশ কয়েকটি চীনা সংস্থার পণ্য, বিক্রেতা এবং সেবা নিষিদ্ধ করেছে৷ এগুলোর মধ্যে রয়েছে হুয়াওয়ে টেকনোলজিস, হিকভিশন, উইচ্যাটের মালিক টেনসেন্ট হোল্ডিংস, জেডটিই করপোরেশন। নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া-ভিত্তিক ক্যাসপারস্কি ল্যাবও।
যুক্তরাষ্ট্রে এভাবে নিষেধাজ্ঞার মুখে পড়ার প্রতিক্রিয়ায় টিকটক বলেছে, ‘ভিত্তিহীন মিথ্যার ওপর ভিত্তি করে’ দেশটির এতগুলো রাজ্য চীনা অ্যাপটি নিষিদ্ধ করায় তারা হতাশ। এই নীতি রাজ্যগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ‘কিছুই করবে না’ বলেও মন্তব্য করেছে টিকটক কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের যেসব রাজ্য টিকটকের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে, সেগুলোর গভর্নরদের মধ্যে রিপাবলিকানদের সংখ্যা বেশি। তবে উইসকনসিন, নর্থ ক্যারোলিনা ও কেন্টাকিতে ডেমোক্র্যাটিক পার্টির গভর্নর রয়েছেন।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র পরিচালক ক্রিস্টোফার ওয়ে গত নভেম্বর মাসে বলেছিলেন, টিকটক জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। তার এ কথা বলার পর থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে সরকারি ডিভাইসে চীনা অ্যাপটি নিষিদ্ধ করার পদক্ষেপ বেগবান হয়।
এফবিআই’র পরিচালকের দাবি, চীন সরকার ব্যবহারকারীদের প্রভাবিত করতে বা তাদের ডিভাইসগুলো নিয়ন্ত্রণে টিকটক অ্যাপটিকে ব্যবহার করতে পারে।
More Stories
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি ভিসা’ পুরোপুরি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর...
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির...
৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করা হয়েছে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো...
নিউইয়র্কের মেয়র নির্বাচন: মামদানির হাতে ব্যালট-খামে বাংলায় লেখা
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫০ লাখ নিবন্ধিত ভোটার আজ মঙ্গলবার নগরের পরবর্তী মেয়র নির্বাচনের লক্ষ্যে...
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ: তুলসী গ্যাবার্ড
কোনো দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র যে নীতি মেনে আসছিল, তা ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা...
