যথাযথ গুরুত্ব ও তাৎপর্যের সাথে অভিবাসী সপ্তাহ ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উদযাপন করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।
জাপানে বাংলাদেশি কর্মীদের সংখ্যা এবং জাপান থেকে বাংলাদেশে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ বৃদ্ধির লক্ষ্যে ১৩-১৯ ডিসেম্বর ২০২২ সপ্তাহব্যাপী বিশেষ নেটওয়ার্কিং কর্মসূচি পালন করা হয়।
১৮ ডিসেম্বর অভিবাসী দিবসের নির্ধারিত কর্মসূচি পালনের পাশাপাশি সপ্তাহব্যাপী বিশেষ নেটওয়ার্কিং কর্মসূচির অংশ হিসেবে কর্মী প্রেরণকারী সংস্থাসমূহের প্রতিনিধি, রেমিট্যান্স হাউজের মালিক ও প্রতিনিধি, স্টুডেন্ট ভিসায় জাপানে কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, জাপানে কর্মরত টেকনিক্যাল ইন্টার্ন, স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার ও স্টুডেন্ট ভিসায় আগত খণ্ডকালীন কাজে নিয়োজিত কর্মী ও কর্মী নিয়োগকারী জাপানিজ সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক এবং জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও টোকিওস্থ অন্যান্য দেশের দূতাবাসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করা হয়।
১৮ ডিসেম্বর টোকিওস্থ বাংলাদেশের দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী প্রেরণ ও কর্মী নিয়োগ এবং রেমিট্যান্স প্রেরণের সাথে সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রতিনিধি, জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতা, সিআইপি সম্মাননা প্রত্যাশী জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও চাকরিজীবী এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অভিবাসী দিবস উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীন দেওয়া বাণী পাঠ করা হয়।
এরপর জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ স্বাগত বক্তব্যে বলেন, সরকারের সঠিক পদক্ষেপ ও ব্যবস্থাপনায় দেশের জনসংখ্যা আজ জনসম্পদে পরিণত হয়েছে এবং বিশ্বের ১৭৪টি দেশে প্রায় ১ কোটি ৪০ লাখ বাংলাদেশি সুনামের সাথে কাজ করছে।
তিনি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার অক্ষুন্ন রাখা, বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের উন্নয়নে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় এ বছর বাংলাদেশ সরকার কর্তৃক দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘থাকব ভালো, রাখব ভালো দেশ; বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’।
রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রেমিট্যান্স যোদ্ধাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং জাপান প্রবাসী বাংলাদেশিসহ সব অভিবাসীকে দেশের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে আরও বেশি দেশপ্রেম, নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, অভিবাসী দিবসকে সামনে রেখে এ বছর সিআইপি (অনাবাসী বাংলাদেশি) ২০২০ হিসেবে ৬৭ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে যার মধ্যে ৩ জন জাপান প্রবাসী রয়েছেন। আমরা আশা করি, ভবিষ্যতে এ ক্ষেত্রে জাপান প্রবাসীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। অতঃপর, তিনি বলেন করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাংলাদেশসহ পৃথিবীর সব দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তিনি জাপানের ক্রমবর্ধমান বিদেশি শ্রমিকের চাহিদাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে বেশি বেশি কর্মী এনে এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনৈতিক দৃঢতা নিশ্চিত করার জন্য সভায় অংশগ্রহণকারীসহ জাপান প্রবাসী বাংলাদেশিদের নিকট উদাত্ত আহ্বান জানান।
অভিবাসী দিবস এবং বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব ও তাৎপর্য, অভিবাসীদের জন্য সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং জাপানে বাংলাদেশের জনশক্তি নিয়োগের বিশেষ সম্ভাবনার কথা তুলে ধরে আগত অতিথিদের উদ্দেশ্যে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জয়নাল আবেদিন।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
