বুয়েট অ্যালামনাই অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা গত ১০ ডিসেম্বর (শনিবার) সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই অস্ট্রেলিয়ার ভূমির উত্তরাধিকারদের স্মরণ করা হয়। এরপর অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এই আয়োজন।
শুরুতেই বিদায়ী কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেয়া হয়। এরপর বিদায়ী কমিটি তাদের কর্মসূচির উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে গত দুই বছরের অভিজ্ঞতা এবং অর্জনের কথা তুলে ধরেন। এরপর নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম এবং শাহিনুল ইসলাম প্লাবন মঞ্চে এসে নির্বাচনের উপর বক্তব্য রাখেন এবং নির্বাচিত নবগঠিত কমিটিকে মঞ্চে আহ্বান করেন।
নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের মিশন এবং ভিশনের কথা তুলে ধরার পাশাপাশি নতুনদের পরিচয় করিয়ে দেন। এরপর বুয়েট ৭২ ব্যাচের গোলাম আজমল তার ছেলে সামি আজমলের অকাল প্রয়াণে শোকাবহ বক্তব্য দেন। এরপর তিনজন বুয়েটিয়ানের মৃত্যুতে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন বুয়েটের দ্বিতীয় প্রজন্মের ফারহিন। এরপর সংগীত পরিবেশন করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী অমিয়া মতিন। এরপর প্রবাসী বুয়েটিয়ানদের দ্বিতীয় প্রজন্মের ব্যান্ড ‘ডায়াস্পোরা’ তাদের পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন। বুয়েটের এবং পরবর্তী প্রজন্মের স্বেচ্ছাসেবকদের বিভিন্ন পদক প্রদান করা হয়। অন্যান্য পদকের পাশাপাশি এ বছর ‘বুয়েটিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয় স্থপতি ইফতেখার আব্দুল্লাকে। এরপর বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে সবাই মিলে কেক কাটা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন-নিশাত সিদ্দিক (সভাপতি), ফেরদৌস আহমেদ (সহসভাপতি, প্রোগ্রাম এবং ডেভেলপমেন্ট), ফারহানা রিফাত (সহসভাপতি, যোগাযোগ এবং পাবলিক রিলেশন), মোহাম্মদ সোহেল (সাধারণ সম্পাদক), হাসিব শেখ (সহসাধারণ সম্পাদক), মাশফিকুর রহমান (কোষাধ্যক্ষ), সাদিয়া তাবাস্মুম (সহকোষাধ্যক্ষ), শরীফা শারমিন (সংস্কৃতি বিষয়ক সম্পাদক), মো. ইয়াকুব আলী (প্রকাশনা সম্পাদক), এ এম সাফফাত-ঈ হক (প্রোজেক্ট ম্যানেজমেন্ট), ইয়ামিন রাজীভ (মেম্বার সার্ভিসেস)। নবগঠিত কমিটির উপদেষ্টারা হলেন-মাহমুদা মামুন, সানিয়া শারমিন, সৌমেন চক্রবর্তী ও পারভেজ এহসান। পুরো অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন বুয়েটের ১৯৯৮ ব্যাচের ইয়ামিন রাজীব।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
