রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে অনেক দিন হলো। আট মাসেরও বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ। এতে বিশ্বের অর্থনীতি টালমাটাল হয়ে পড়েছে বলাই চলে। তাই এই যুদ্ধ বন্ধে জোরালো আহ্বান জানিয়েছেন জি২০ দেশের অধিকাংশ নেতা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের প্রথম দিনের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই যুদ্ধ ও বিশ্বের নানামুখী সংকট। খবর- বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার ভিডিও কনফারেন্সের বক্তব্যে খুব করে বলার চেষ্টা করেছেন যুদ্ধ বন্ধের পথে। তার বক্তব্যে ছিল শান্তির বাণী। তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটানোর এখনই সময়।
অন্যদিকে সম্মেলনে যোগ দেননি রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে দাবি করেন, পশ্চিমা বিশ্ব এ নিয়ে রাজনীতি করছে। যুদ্ধ নিয়ে শান্তিপূর্ণ সমাধান ও দ্রুত চুক্তিতে পৌঁছতে চায় রাশিয়া।
রুশ আগ্রাসনকে ‘বর্বর যুদ্ধ’ বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিশ্বের বিভক্তি দূর করার আহ্বান জানিয়েছে আয়োজক দেশ ইন্দোনেশিয়া।
ভূ-রাজনৈতিক টালমাটাল অবস্থা, ডুবতে বসা বিশ্ব অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, খাদ্যনিরাপত্তার হুমকি, জ্বালানি আর অর্থনৈতিক সংকটের চরম মুহূর্তে বিশ্বনেতারা মিলিত হয়েছেন। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও যুক্তরাজ্য, জাপানসহ ধনী দেশগুলোর নেতারা অংশ নিয়েছেন। এসব সংকট মোকাবিলায় জোরালো এবং সমন্বিত পদক্ষেপ চেয়েছে ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশ।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, খেরসনে মস্কোর পতনের পর তাদের শান্তির পথে ফেরাতে বিশ্বনেতাদের পক্ষ থেকে রাশিয়াকে চাপ দেয়ার এখনই সময়। এ সময় তিনি ওই অঞ্চলে রুশ বাহিনীকে আর দাঁড়াতে না দেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।
সম্মেলনের শুরুর দিন বালিতে সংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন সম্মেলনে যোগ দিলে তাকে কী বলতেন- এমন প্রশ্নের জবাবে সুনাক বলেন, যুদ্ধের বিষয়ে আন্তর্জাতিক নিন্দা করা হয়েছে। জ্বালানি সংকট ও বিশ্বব্যাপী খাদ্যের দাম বাড়ায় মানুষের ওপর এর চরম প্রভাবও তুলে ধরেছি। বৈশ্বিক অর্থনীতি স্বাভাবিক এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় এ যুদ্ধ বন্ধে জি২০-এর দায়িত্ব রয়েছে।
এদিকে ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুনাক প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই মোদির সঙ্গে প্রথম বৈঠক। তবে তাঁদের মধ্যে কী নিয়ে আলাপ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
খসড়া ঘোষণায় বেশিরভাগ সদস্য যুদ্ধের তীব্র নিন্দা জানিয়েছে, এদের মধ্যে রয়েছে রাশিয়ার মিত্র ভারত ও চীনও। আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
More Stories
সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি অভিবাসী আটক
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি।...
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
