আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, ১০ ডিসেম্বরের পর খেলা হবে। বিএনপির দুঃশাসন, পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে দেশকে ব্যর্থতায় পর্যবসিত করার কথা দেশবাসী ভুলে যায়নি। খেলতে গিয়ে বেশি বেশি ফাউল করলে রেফারি লাল কার্ড দেখায়। বিএনপি বেশি ফাউল করছে। তাই দেশবাসী ১০ তারিখের পর বিএনপিকে লাল কার্ড দেখাবে।
তিনি বলেন, এ বাংলার ইতিহাস যেমন বীরের ইতিহাস, তেমনিভাবে বিশ্বাসঘাতকতারও ইতিহাস। তেমনি একজন বিশ্বাসঘাতক হলেন মেজর জিয়াউর রহমান। ৭৫ এর ১৫ আগস্টের খুনিদের সঙ্গে জিয়া না থাকলে ওইদিন তারা বঙ্গবন্ধুকে হত্যার সাহস করত না। মেজর জিয়া হচ্ছে ৭৫ আগস্টের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। আর ২১ আগস্টের হত্যাকাণ্ডের মাস্টরমাইন্ড তারেক জিয়া।
ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়া ওয়ান ইলেভেনের সরকারের কাছে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশত্যাগ করেছিলেন।তিনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। পাচারকৃত টাকায় বিদেশে বিলাসী জীবন যাপন করছেন। তাই অর্থপাচারকারী তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির ফরিদপুরের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ফরিদপুরের বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে লোকে লোকারণ্য। তিতাসের ঢেউয়ে সম্মেলনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আজ ফরিদপুরে টাকা উড়ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ফরিদপুরে টাকা ছড়াচ্ছেন। কাউকে মন্ত্রী, কাউকে এমপি বানানোর কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবর। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুরের সংসদ সদস্য ড. এ.বি. তাজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মেরিনা জামান কল্পনা প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগরের সাংসদ এবাদুল করিম বুলবুল, নাসিরনগর আসনের সাংসদ বিএম ফরহাদ হোসেন, অ্যারোমা দত্ত এমপি, উম্মে ফাতেমা নাজমা শিউলী আজাদ এমপি।
সম্মেলন পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা মঈন উদ্দিন মঈন ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় শেখ ফজলুল করিম এমপি বলেন, তারেক জিয়া বিদেশ বসে বড় বড় কথা বলছেন। আমরা তাকে দেশে আসার আহ্বান জানাই। তারেক ২১ আগস্ট হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে এলে তাকে ৩৭ বছর জেলা খাটাব। দেশে থাকতে তারেক যে অপকর্ম দুর্নীতি করেছেন জনগণই তাকে গণপিটুনি দেবে।
প্রধান অতিথি তার বক্তৃতার শেষে জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও আল মামুন সরকারের। ১নং সহসভাপতি হলেন সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সহসভাপতি হেলাল উদ্দিন ও যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য প্রধান অতিথি দায়িত্ব দেন।
More Stories
খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সকল অনুরোধ পূরণ করছে সরকার: প্রেস সচিব
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তার পরিবারের সকল অনুরোধ অন্তর্বর্তী সরকার পূরণ করছে বলে জানিয়েছেন...
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু রোববার
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হচ্ছে রোবিবার (৭ ডিসেম্বর)।...
ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে
ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী...
কেউ যেন আমাদের ওপর কোনো দাদাগিরি করতে না আসে: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা...
পারস্পরিক বোঝাপড়ায় বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে: প্রণয় ভার্মা
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয়...
ছাত্রশক্তির নেত্রী জেদনীকে বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী...
