আমিরাতে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন
আমিরাতে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন
‘নতুনত্বের পথে প্রবাসীদের সাথে, আমার অহংকার আমি একজন রেমিট্যান্স যোদ্ধা’ এ স্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি দুবাইয়ের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও অভিষেক অনুষ্ঠান শেষ হয়েছে।
২৪ অক্টোবর (সোমবার) দুবাই ইন্টারন্যাশনাল সিটির একটি হোটেলের হল রুমে এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দুবাই কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। এসময় আহবায়ক জসিম উদ্দিন ও সংগঠনের নব নির্বাচিত সভাপতি মারুপ উল হক’র যৌথ সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিজু ও কুতুব উদ্দীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলম।
প্রধান অতিথি বলেন, দুবাই ড্রাগন মার্ট বাংলাদেশীদের এখন যে অবস্থান সেটি আগে ছিল না। সম্প্রতিককালে ইন্টারন্যাশনাল সিটিতেও ড্রাগন মার্টে বাংলাদেশীরা ব্যবসা-বাণিজ্য বড় সাফল্য অর্জন করেছে। এটি আমাদের দেশের জন্য সুসংবাদ বয়ে আনে।
তিনি বলেন, সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে প্রবাসী কার্ড সংগ্রহ করা জরুরি। এটি প্রবাসীদের উপকারে আসে।
এতে অতিথি ছিলেন, কমিউনিটি নেতা ইসমাইল গনি,এয়াকুব সৈনিক, কাজী মোহাম্মদ আলী, শিমুল মোস্তফা সি আই পি, কামাল হোসেন সুমন, ইউএই প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, আমিরাত সংবাদ এর সম্পাদক ঈসমাইলসহ সংগঠনের নব নির্বাচিত সদস্য ও ব্যবসায়ী নেতারা।
অনুষ্ঠান শেষে ১০১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মারুপ উল হক এবং সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পান রেজাউল করিম রিজু।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
