গত ২৩ অক্টোবর ২০২২’র ইসি মিটিং এ অগঠতান্ত্রিক বিষয় নিয়ে হট্টগোলের ফলে বিষয়টির সুরাহা না করেই ইসি মিটিং পরিসমাপ্তি ঘটে। বিষয়টি ছিল বিগত ইসি মিটিং এ দুটি সংগঠনকে বাফলার ইসি মেম্বার করায়।
এ ক্ষেত্রে বিষয়টি সাবেক বাফলার প্রেসিডেন্ট নজরুল আলম উত্থাপন করে বলেন,
সংবিধানিকভাবে বাফলা এই সময়ে কোন সংগঠনকে ইসি মেম্বার করতে পারে না। কারণ বাফলার সংবিধানের থার্ড এমেন্ডমেন্ট, ৬ এপ্রিল ২০২১ অনুযায়ী শুধুমাত্র প্যারেডের ৩০ দিনের মধ্যে ইসির এই বার্ষিক পর্যালোচনা সভায় প্যারেডের ঠিক পরেই ইসি কর্তৃক বিদ্যমান সদস্যদের সকল সদস্য মর্যাদা এবং সহযোগী সদস্যের অবস্থা পর্যালোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে।
অতএব উক্ত দুই সদস্যকে গঠনতন্ত্র মোতাবেক আগামী প্যারেডের পর সদস্য করার জন্য অনুরোধ জানান কিছু ইসি’র সদস্যবৃন্দ। কেন করা যাবে না তার পক্ষে অনেকেই আইনগত যুক্তি দেখান। এই হট্টগোলে বিষয়টির সুরাহা না হওয়ায় অন্য এজেন্ডায় চলে যেতে হয়।
অনেকে এ বিষয়টি নিয়ে ধারনা করছেন যে, বিষয়টির মধ্যে ভোটের রাজনৈতিক গন্ধ রয়েছে। আভাসে বলছেন তা না হলে একটি অগঠতান্ত্রিক বিষয় নিয়ে কেন জটিলতার সৃষ্টি হবে? সমাধান হিসাবে অনেকেই মনে করেন, দুটি সংগঠন সদস্য হিসাবে বহাল থাকতে পারবেন এই মর্মে যে, তাদের আগামী নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থাকতে পারবে না।
বিগত বাফলার ইসি মিটিং এ ঘোষণা দেওয়া হয়েছিল, আগামী ২০ ও ২১ মে ২০২৩ এ বাংলাদেশ ইনডিপেন্ডডেন্ট ডে প্যারেড অনুষ্ঠিত হবে। অন্যদিকে মেমোরিয়াল ডে কে সামনে রেখে ইতিপূর্বে আগামী ২৭ ও ২৮ মে ২০২৩ এ বাংলাদেশ মেলা হওয়ার ঘোষণা রয়েছে। ফলে একই সপ্তাহের ব্যাবধানে দুটি বড় ইভেন্ট কমিউনিটিতে একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে।
তাছাড়া পরের মাসে অর্থাৎ ১৭ ও ১৮ জুন ২০২৩ এ অনুষ্ঠিত হওয়ার ঘোষণা রয়েছে আনন্দ মেলার। কম সময়ের মধ্যে পরপর কয়েকটি বড় বড় ইভেন্ট কমিউনিটির মানুষের উপভোগ্য হলেও স্পন্সর পাওয়া বা স্পন্সরদের জন্য চাপে পড়ার সামিল। চ্যালেঞ্জের মুখোমুখি পরিহার করার উপায় হিসেবে বাফলার প্যারেডের দিন তারিখ পরিবর্তন করার জন্য মিটিং এর আলোচনায় আসে।
কমিউনিটির অনেকেই পরামর্শ দিচ্ছেন। সমস্যা হচ্ছে- মার্চ মাসে রমজান পড়ায় মে মাসের ২০ ও ২১ তারিখ ধার্য করা হয়েছে। এখন বিপাকের মধ্যে বাফলা। এক. হল নিদ্ধারিত তারিখে চ্যাঞ্জের মুখোমুখি, দুই. রোজার পরপরই প্যারেডের আয়োজন করা অনেকটা অসম্ভব। কারণ এর জন্য যথেষ্ট সময় প্রয়োজন।
তবে রোজার আগে করা সম্ভব ১৮ ও ১৯ মার্চ ২০২৩। (উল্লেখ্য, উক্ত তারিখের ঘোষণা দেওয়া হয়েছিল বর্তমান প্রেসিডেন্ট কতৃক, তবে ইসির অনুমোদন ছিল না )। কিন্তু স্বাধীনতা দিবসের পূর্বে উদযাপন সমালোচনার সম্মুখ হতে পারে বিবেচনায় মে মাসের ২০ ও ২১ তারিখ ধার্য করেছিল।
অবশেষে বিষয়টি চাপের মুখে পূর্ব সিদ্ধান্ত পরিবর্তন করে ইসি মিটিং ৬ ও ৭ এপ্রিল ২০২৩ এ নিয়ে গেছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
