জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ। সংগঠনটির আবুধাবি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলাদেশ সমিতির অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
সংগঠনটির আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সেলিম নেওয়াজ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলীর যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসাইন বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর যারা সিআইপি নির্বাচিত হয়, তারা দেশে কয়টা কারখানা করেছে, তাদের টাকা কোথায় যায়? দেশের এ দুর্যোগ সময়ে কাউকে তো এগিয়ে আসতে দেখলাম না। তাহলে কী তারা সিআইপি নির্বাচিত হওয়ার পর টাকা আবার বিদেশে ফিরিয়ে নিয়ে আসে? এমন প্রশ্ন রেখে বিষয়টি খতিয়ে দেখতে সরকারের প্রতি অনুরোধ করেন তিনি।
এছাড়াও তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ এবং বঙ্গবন্ধুসহ তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরাত কমিউনিটির অভিভাবক ও বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ সভাপতি সৈয়দ মুহাম্মদ লুৎফর রহমান, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, সংগঠনের সহ যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান তালুকদার, কার্গো অ্যাসোসিয়েশন আবুধাবির সভাপতি মুহাম্মদ আলম তওহিদ, সংগঠনের উপদেষ্টা মাহমুদ আজম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মুহাম্মদ মইনুদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম কাদের ইফতি, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আজিম উদ্দিন সিকদার, ছাত্রলীগ নেতা এইচ এম তানভীরসহ আরও অনেকে।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
