Read Time:1 Minute, 41 Second

বর্তমান বাজার হিসেবে কাঁঠালটির দাম ১০০ টাকা। কিন্তু মসজিদের গাছের সেই কাঁঠালটি নিলামের মাধ্যমে বিক্রি হলো ২৬ হাজার টাকায়। কাতারপ্রবাসী কাঞ্চন মিয়া নামের এক যুবক কাঁঠালটি কিনেছেন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কাঞ্চন মিয়ার বাড়ি পরমানন্দপুর গ্রামে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছে ধরা কাঁঠালটি বিক্রির জন্য শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিদের মধ্যে নিলাম ডাকা হয়। এ সময় এক হাজার টাকা থেকে দাম হাঁকা শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা নিলাম শেষে ২৬ হাজার টাকায় কাঁঠালটি পান কাঞ্চন মিয়া।

কাঞ্চন মিয়া বলেন, আল্লাহর ঘরের কাঁঠাল, তাই মনের প্রশান্তির জন্য কিনেছি। আশা করি, খেয়ে তৃপ্তি পাব।

পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আবদুস সালাম খান বলেন, কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হওয়ায় আমরা খুশি হয়েছি। এ টাকা মসজিদের উন্নয়নকাজে ব্যয় করা হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post তুর্কি থেকে গ্রিসে অনুপ্রবেশ: দুর্ঘটনায় সিলেটের কওছর মেম্বার নিহত
Next post আরব আমিরাতে বন্যা, ৬ প্রবাসী নিহত
Close