Read Time:2 Minute, 1 Second

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের দেওয়া চারটি হিমার্স রকেট সিস্টেম (ব্যবস্থা) ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ৫ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে এসব রকেট সিস্টেম গুঁড়িয়ে দেওয়া হয়। শুক্রবার (২২ জুলাই) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির মন্ত্রনালয়ের দৈনিক ব্রিফিংয়ে বলা হয়েছে, মার্কিন তৈরি হিমার্সের জন্য চারটি লঞ্চার এবং একটি পরিবহন বোঝাই গাড়ি ধ্বংস করা হয়।

দুই দিন আগে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল মার্ক মিলি বলেন, কিয়েভে সরবরাহকৃত কোনো হিমার্স রকেট সিস্টেমই ধ্বংস হয়নি। এমন বক্তব্যের পরই রাশিয়ার পক্ষ থেকে এই দাবি এলো।

তবে রাশিয়ার দাবি নিয়ে এখন পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া আল জাজিরার পক্ষ থেকে নিরপেক্ষভাবে রাশিয়ার এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে মাধ্যমটি জানিয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৪৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ওমানে নিহত যুবকের লাশ এলো দেশে
Next post রাশিয়ার দৈনিক শত শত সেনা হতাহত হচ্ছে: যুক্তরাষ্ট্র
Close