বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সহ-সভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধি শরিফ মোহাম্মদ মিজানুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ঈদ উদযাপনের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে অবস্থান করছিলেন। শুক্রবার (৮ জুলাই) বাংলাদেশ সময় ভোর দুইটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার বনশ্রীতে নিজ বাসায় জ্যেষ্ঠ এই সাংবাদিক নেতা ইন্তেকাল করেন। তার মেয়ে সাকি রেজওয়ানা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার সময় তার বাবার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর মারা যান। সাকি আরো জানান, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগরে সুয়াগাজী বাড়ির পারিবারিক কবরস্থানে তার বাবার দাফন সম্পন্ন হয়েছে।
প্রায় তিন যুগ আগে মধ্যপ্রাচ্যের কুয়েতে পাড়ি জমিয়েছিলেন শরিফ মোহাম্মদ মিজানুর রহমান। এরপর বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তিনি। কিছুদিন আগে স্বল্পকালীন ছুটিতে বাংলাদেশে যান, কথা ছিল পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেই কুয়েতে ফিরবেন। কিন্তু সেটি আর হলো না। মৃত্যুর আগ পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে এডমিনিস্ট্রেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন শরিফ মিজান।
ষাটোর্ধ্ব বয়সী এই সাংবাদিক নেতা দুই মেয়ে, এক ছেলে, স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, জ্যেষ্ঠ এই সাংবাদিকদের মৃত্যুতে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদসহ সকল সাংবাদিক নেতা ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। শরিফ মোহাম্মদ মিজানুর রহমানের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
