কুয়েতে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় দুই ঈদের নামাজ ও জুমার নামাজে বাংলা খুতবা পাঠের অনুমতি দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয় (ওয়াক্ফ)। বাংলাদেশি ইমামরা এসব মসজিদে ঈমামতি করে থাকেন। এছাড়াও যে অঞ্চলগুলোতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার নাগরিক বসবাস করে সেসব এলাকায় ওই ভাষায় খুতবা পাঠ করা হয়।
শুক্রবার (১৭ জুন) বাংলাদেশি অধ্যুষিত এলাকায় খুতবার আলোচ্য বিষয় ছিল- হযরত মোহাম্মদ (সা.)-এর প্রতি ঈমানদারদের প্রেম ও ভালবাসা। আব্দুল্লাহ বিন আমর মসজিদে মুসল্লিদের কাছে কুরআন ও হাদিসের আলোকে এ বিষয়ে আলোচনা করেন খতিব মাওলানা আবু তাহের।
কুয়েতের সেসব মসজিদে বাংলা খুতবা চালু রয়েছে সেগুলো হলো- কুয়েত সিটির সালেহ আল ফুদালা মসজিদ, উমর বিন খাত্তাব (রা.) মসজিদ, গাতা-০৫ ফরওয়ানিয়া, আব্দুল্লাহ বিন আমর মসজিদ, গাতা-৪ রুমোতিয়া, নাদী ফুরুসিয়া মসজিদ, কাবাদ চেবদী, উসমান বিন আফফান মসজিদ, আমগারা, শাবরা ত্বামী, গাতা-০৯ সুলাইবিয়া, সালেহ আল নামাশ মসজিদ, জাহারা দুম্বা বাজার, আতিকী মসজিদ, সুলাইবিয়া, মারজুক মুতাদ মুতাইরী মসজিদ, সাদ আব্দুল্লাহ, মসজিদ রহমান, জাহারা সানাইয়া, ফেরদাউস মসজিদ, গাতা-০২ মাহবিল্লা, মসজিদ নূর, সামলি রোড় ৫ কিলো ও শাবরা মসজিদ, আবদালী ৫৯ কিলো। এ মসজিদগুলো ছাড়াও বাঙালি অধ্যুষিত অঞ্চলে প্রায় ২০টির অধিক মসজিদে জুমার নামাজে বাংলা খুতবা পাঠ করা হয়।
বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র সালমিয়া অঞ্চলে রুমোতিয়া শাখার সভাপতি মোহাম্মদ ফারুক মিয়া বলেন, কুয়েতের সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে কুয়েতের যে অঞ্চলগুলোতে যে দেশের নাগরিক বেশি বসবাস করেন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে ঐ ভাষায় দুই ঈদ নামাজ ও জুমার নামাজে খুতবা পাঠের অনুমতি দিয়ে থাকে। রুমোতিয়া আরবি আবাসিক এলাকা এই এলাকা এবং আশপাশের এলাকায় অনেক বাংলাদেশি বসবাস করেন।
তিনি বলেন, সালুয়া, সালমিয়া, বয়ান, মিশরেফ এলাকা থেকে শুক্রবার জুমার নামাজ পড়তে আসেন। ছুটির দিনে ভাই-বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে নামাজ আদায় করেন। একে অন্যের সঙ্গে ভাব বিনিময়ের সুযোগ হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
