Read Time:1 Minute, 37 Second

যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করতে আবেদন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ত্র আইন কড়াকড়িতে ব্যর্থতার জন্য কংগ্রেসকে দায়ি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২ জুন) এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জানান, অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র কেনার ক্রেতার সম্পর্কে প্রয়োজনীয় নথি যাচাই-বাছাই করা উচিত। এমনকি অস্ত্র কেনার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, এখনই পদক্ষেপ নেয়ার সময়। টেক্সাস, নিউইয়র্ক, ওকলাহোমায় হামলা, গুলিতে মানুষের প্রাণ গেল। আরও কত জীবন নষ্ট হবে? আমরা আর কত হত্যাকাণ্ড মেনে নেবো? আমি আর সহ্য করতে পারছি না। যথেষ্ট হয়েছে। এবার এসব বন্ধ করুন।

টেক্সাস এবং বাফেলোতে বন্দুক হামলার পর, অস্ত্র আইন নিয়ন্ত্রণের জন্য প্রথমবার এতটা সুনির্দিষ্টভাবে আবেদন জানালেন প্রেসিডেন্ট বাইডেন। অস্ত্র আইনের বিরোধীতাকারী রাজনীতিবিদদের প্রত্যাখ্যান করতে ভোটারদের প্রতিও আহ্বান জানান তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ওমরাহ করতে লাগবে না এজেন্সি, আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা
Next post সৌদি আরব সফরে যাচ্ছেন বাইডেন
Close