Read Time:2 Minute, 14 Second

করোনাভাইরাস মহামারির কারণে ২৬ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল। তবে মে মাসের শেষদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

শুক্রবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন এ তথ্য জানিয়েছে।

ভারতীয় হাই কমিশন জানিয়েছে, আগামী ২৯ মে ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস চালু হবে। এছাড়া নতুন উদ্বোধন হওয়া ঢাকা-জলপাইগুড়ি রুটে আগামী ১ জুন থেকে মিতালী এক্সপ্রেস চলাচল করবে।

করোনাভাইরাস মহামারি শুরু হলে ২০২০ সালের ১৫ মার্চ আন্তঃসীমান্ত রেলসেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।

এদিকে ২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে উভয় দেশের প্রধানমন্ত্রী ঢাকা-জলপাইগুড়ি রেলপথ উদ্বোধন করেছিলেন। ২০২১ সালের ২৭ মার্চ এই রেলপথে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত জানানো হয়েছিল। বলা হয়েছিল, সপ্তাহে দুই দিন ঢাকা ও জলপাইগুড়ি থেকে মিতালী এক্সপ্রেস ছেড়ে যাবে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আর হয়নি।

জানা গেছে, আগামী ১ জুন দুই দেশের রেলমন্ত্রীরা ভার্চুয়ালি এই পথে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তারপর নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস। আর ২৯ মে মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে যাত্রা শুরু করবে বলে ভারতীয় হাই কমিশন জানিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আবদুল গাফফার চৌধুরী বর্ণাঢ্য জীবন
Next post রাশিয়ার হামলায় দনবাস ‘নরকে’ পরিণত হয়েছে: জেলেনস্কি
Close