Read Time:3 Minute, 55 Second

গভীর অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায়। দেশজুড়ে বিক্ষোভ থামাতে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

শ্রীলঙ্কা সরকারের গতকাল শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ মাসে মুদ্রাস্ফীতি ১৮ দশমিক ৭ শতাংশে ঠেকেছে। ছয় বারের মতো মাসিক রেকর্ড ভেঙে এই পর্যায়ে দাঁড়িয়েছে। খাদ্যমূল্যও ৩০ দশমিক ১ শতাংশ বেড়েছে।

কারফিউ চলাকালে নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। এই সময়ে শ্রীলঙ্কার লোকজন ঘরের বাইরে বের হতে পারবেন না। দুই কোটি ২০ লাখ মানুষের দেশটি চরম বিদেশি মুদ্রা সংকটে পড়েছে। ফলে দেশটি নিত্যপণ্য আমদানি করতে পারছে না।

দ্বীপরাষ্ট্রজুড়ে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে বাসসহ গণপরিবহণের মূল জ্বালানি ডিজেলের। ফিলিং স্টেশনগুলোতে ডিজেল নেই। সাধারণ মানুষজন ব্যাপক ভোগান্তিতে পড়েছে। শ্রীলঙ্কার দুই তৃতীয়াংশ বাস ব্যক্তি মালিকানাধীন। এসব বাসের মালিকেরা বলছেন, তারা তেল পাচ্ছেন না। আজকের পর থেকে গাড়ি চালানোই অসম্ভব হয়ে পড়বে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে গতকাল শুক্রবার জরুরি অবস্থা জারি করেন। নিরাপত্তা বাহিনীগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছেন তিনি।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রতি সংকট মোকাবিলায় সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভকারীদের ওপর চড়াও হতে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশটির দক্ষিণাঞ্চলের গল্লে, মাতারা ও মোরাতুয়া শহরে বিক্ষোভ হয়েছে। এসব জায়গায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়ের পক্ষ থেকে শুক্রবার বলা হয়, দেশে ‘আরব বসন্ত’ সৃষ্টি করতে চাইছে বিক্ষোভকারীরা।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের এক ভাই মাহিন্দা রাজাপক্ষে শ্রীলঙ্কা সরকারের প্রধানমন্ত্রী এবং ছোট ভাই বাসিল রোহানা রাজাপক্ষে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্টের এক ভাতিজাও মন্ত্রিপরিষদে রয়েছেন।

কোভিডকালীন পর্যটন ও প্রবাসী আয়ে ঘাটতির ফলে শ্রীলঙ্কায় সংকট শুরু হয়। তবে অর্থনীতিবিদদের অনেকে বলছেন, সরকারের অব্যবস্থাপনার ফলেই গভীর সংকটের সম্মুখীন হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ৬৭ দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিবিদের অংশগ্রহণে ফ্রান্সে স্বাধীনতা দিবসের অভ্যর্থনা অনুষ্ঠান
Next post ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, নিহত অন্তত ৬
Close