গভীর অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায়। দেশজুড়ে বিক্ষোভ থামাতে আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
শ্রীলঙ্কা সরকারের গতকাল শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ মাসে মুদ্রাস্ফীতি ১৮ দশমিক ৭ শতাংশে ঠেকেছে। ছয় বারের মতো মাসিক রেকর্ড ভেঙে এই পর্যায়ে দাঁড়িয়েছে। খাদ্যমূল্যও ৩০ দশমিক ১ শতাংশ বেড়েছে।
কারফিউ চলাকালে নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। এই সময়ে শ্রীলঙ্কার লোকজন ঘরের বাইরে বের হতে পারবেন না। দুই কোটি ২০ লাখ মানুষের দেশটি চরম বিদেশি মুদ্রা সংকটে পড়েছে। ফলে দেশটি নিত্যপণ্য আমদানি করতে পারছে না।
দ্বীপরাষ্ট্রজুড়ে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে বাসসহ গণপরিবহণের মূল জ্বালানি ডিজেলের। ফিলিং স্টেশনগুলোতে ডিজেল নেই। সাধারণ মানুষজন ব্যাপক ভোগান্তিতে পড়েছে। শ্রীলঙ্কার দুই তৃতীয়াংশ বাস ব্যক্তি মালিকানাধীন। এসব বাসের মালিকেরা বলছেন, তারা তেল পাচ্ছেন না। আজকের পর থেকে গাড়ি চালানোই অসম্ভব হয়ে পড়বে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে গতকাল শুক্রবার জরুরি অবস্থা জারি করেন। নিরাপত্তা বাহিনীগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছেন তিনি।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের প্রতি সংকট মোকাবিলায় সর্বদলীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।
বিক্ষোভকারীদের ওপর চড়াও হতে শ্রীলঙ্কার সেনাবাহিনীকে গ্রেপ্তারের অনুমতি দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। দেশটির দক্ষিণাঞ্চলের গল্লে, মাতারা ও মোরাতুয়া শহরে বিক্ষোভ হয়েছে। এসব জায়গায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কার্যালয়ের পক্ষ থেকে শুক্রবার বলা হয়, দেশে ‘আরব বসন্ত’ সৃষ্টি করতে চাইছে বিক্ষোভকারীরা।
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের এক ভাই মাহিন্দা রাজাপক্ষে শ্রীলঙ্কা সরকারের প্রধানমন্ত্রী এবং ছোট ভাই বাসিল রোহানা রাজাপক্ষে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্টের এক ভাতিজাও মন্ত্রিপরিষদে রয়েছেন।
কোভিডকালীন পর্যটন ও প্রবাসী আয়ে ঘাটতির ফলে শ্রীলঙ্কায় সংকট শুরু হয়। তবে অর্থনীতিবিদদের অনেকে বলছেন, সরকারের অব্যবস্থাপনার ফলেই গভীর সংকটের সম্মুখীন হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
More Stories
সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি অভিবাসী আটক
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি।...
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
