জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন।
সোমবার (২১ মার্চ) বিকেলে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সংগঠনের সভাপতি সায়াদ আহমেদ সাদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্নার যৌথ পরিচালনায় আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করেন মাওলানা সফিকুর রহমান বিপ্লবী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ। সভাপতির বক্তব্যের পর টেলিকনফারেন্সে বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা সভাপতি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, জনসংযোগ সম্পাদক রবিন পাল, সহ প্রচার সম্পাদক লুৎফুর রহমান ছায়াদ, স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা ব্যারিস্টার এনামুল হক, প্রজন্ম’৭১ এর আহ্বায়ক শহীদ সন্তান মো. বাবুল হোসেন, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সফিক আহমদ, সৈয়দ এহছান, ময়নুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফসার খান সাদেক, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, বন ও পরিবেশ নাসির, মানবাধিকার সম্পাদক সায়েক, আহমদ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুসান্ত দাস গুপ্ত, সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুর রহিম শামীম, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফয়েজুর রহমান ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মাহমদ আলী।
স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এনামুল হক, আকিকুর রহমান খান আকিক, সরোয়ার আলম, ফারুক আহমেদ, সাংগঠনিক সুমন আহমেদ আলীম, প্রচার সম্পাদক পাবেল চৌ, রাসেল, ধর্ম সম্পাদক আলাউদ্দিন, সহ সমাজকল্যাণ জুবেদুর, মহানগর সাধারণ সম্পাদক নুরজজামান চৌধুরী রুবেল, সহ সভাপতি মাসুদ জোয়ারদার, ইস্ট লন্ডন আওয়ামী লীগের সহ সভাপতি গোলাব আলী, তমিজুর রহমান রনজু, দেলোয়ার হোসেন, শাখা সংগঠনের সভাপতি আলীম হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাইফুল আলম, শ্রমিকলীগের সভাপতি শামীম, সাধারণ সম্পাদক চন্দন মিয়া, সহ সভাপতি আব্দুল বাছির, তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক সিজিল মিয়া, কৃষকলীগের সদস্য সচিব এম এ আলী, সহযোগী সংগঠনের আনোয়ার খান, সাইদুর রহমান, আলী আমজদ।
আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করে সংগঠনটি। শেষে সংগঠনের পক্ষ থেকে নৈশভোজ পরিবেশন করা হয়।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
