পর্তুগালের ঐতিহ্যবাহী ও সবচেয়ে বড় সংগঠন লিসবন শিল্পীগোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত হলো শিক্ষা সফর। ২৭ মার্চ লিসবন থেকে প্রায় ২৯৫ কিলোমিটার লিসবনের অদূরে প্রাকৃতিক সৌন্দর্য ও বরফে ঘেরা সেরা দ্য এস্ট্রেলা ভ্রমণের জন্য নির্বাচিত করা হয়।
লিসবন শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক, বর্তমান CRCIPT এর সেক্রেটারি আবু নাঈম এবং শিল্পী গোষ্ঠীর পরিচালক হাফেজ মো. মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং শিল্পী সোহাইল আহমেদের সঞ্চালনায় হাফেজ আনোয়ার হোসেনের কোরআন তেলওয়াতের মাধ্যমে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়।
প্রতি বছরের ন্যায় লিসবন শিল্পীগোষ্ঠী পর্তুগাল প্রবাসীদের কিছুটা আনন্দ দিতে আয়োজন করেন এই শিক্ষা সফর । লিসবন থেকে প্রায় ২৫০জন বাংলাদেশি প্রবাসীকে নিয়ে সকাল নয়টায় ছুটে চলেন সেরা দ্য এস্ট্রেলার উদ্দেশ্য।
যাত্রা পথে চারদিকের প্রকৃতির অপরুপ সৌন্দর্য সবাইকে আকর্ষণ করেছে। চারপাশে বরফ, দৃষ্টিনন্দন বড় বড় পাহাড়কে বরফে আচ্ছাদিত ও সারি সারি উঁচু নীচু পাহাড় দেখে সকলে আনন্দিত। কর্ম ব্যবস্থার মাঝে এমন আনন্দময় একটি দিন কাটাতে পেরে সকলেই খুশি।
সকলের অংশগ্রহণে বনভোজনকে ঘিরে ছিল কুইজ প্রতিযোগিতা, সহ নানা আয়োজন। মধ্যাহ্নভোজ এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন।
নবিউল হকের পরিচালনায় সোহাইল আহমদ খানের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন সিয়ার সি পিটি এর সভাপতি নাইম মুহাম্মাদ শহীদুল্লাহ। বিশেষ অতিথি নজরুল ইসলাম শিকদার, ভারপ্রাপ্ত সভাপতি পর্তুগাল বিএনপি, মশাররফ হোসেন, সভাপতি, মার্তিমুনিজ জামে মসজিদ, সেক্রেটারি সিয়ারসিপিটি হাফেজ মোস্তাফিজুর রহমান। আরও উপিস্থিত ছিলেন, কমিউনি ব্যক্তিত্ব কামরুল ইসলাম, সামসুল ইসলাম, রুবেল আহমেদ, রাজিব আল মামুন, আবদুস সালাম মেহমান তার বক্তব্যে বলেন আমরা প্রতি বছর দুটি শিক্ষা সফরের আয়োজন করে থাকি। একটি গ্রীষ্মকালে অন্যটি শীতের মৌসুমে। দীর্ঘদিন করোনা মহামারির কারনে আমাদের শিক্ষা সফর দুবছর যাবত বন্ধ ছিলো। আশাকরি সামনের দিনগুলিতে সকলকে নিয়ে আরও বড় পরিসরে আমাদের শিক্ষা সফর অনুষ্ঠিত হবে।
লিসবন শিল্পীগোষ্ঠীর লক্ষ্য দুটি একটি হলো যে বাংলাদেশি পরিবার গুলি পর্তুগালে বসবাস করে তাদের মাঝে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরা অন্যটি হলো ইউরোপের সংস্কৃতিতে যেন আমাদের সন্তানটি হারিয়ে না যায় তাদের মাঝে ইসলামি মূল্যবোধ তৈরি করা।
বর্ণাঢ্য আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক ও কমিউনিটি ব্যাক্তিবর্গ
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
