বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠনসমুহ সুবর্ন জয়ন্তীর বিজয় দিবস পালন করেছে। বাংলাদেশ কন্সুলেট জেনারেল অফিস-এর আমন্ত্রণে সকাল ১০টায় পতাকা উত্তোলনে যোগদান করে স্টেট আওয়ামী লীগ এবং কনস্যুলেটে অবস্হিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যার যার সংগঠন পুস্পস্তবক অর্পন করে। এতে ক্যালিফর্নিয়া আওয়ামীলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন। কনসাল জেনারেল জনাব তারেক মোহাম্মদ ভিডিও শেয়ারিং করে উপস্থিত নেতাকর্মী ও কমিউনিটির লোকজনকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শপথ বাক্য পাঠ করেন। পরে মহান বিজয় দিবস ও সুবর্ন জয়ন্তীতে মুজিব বর্ষ পালনের মধ্যদিয়ে বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে তার উপর বিষদ আলোচনা হয়। আলোচনা শেষে মাননীয় কনসাল জেনারেলের সৌজন্যে কমিউনিটি বাসীর সম্মানার্থে লাঞ্চের ব্যাবস্হা করা হয়। এরপর বিকেল ৫টায় ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামীলীগ ‘লেবানন হল’ লস এনজেলেসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া, আলোচনা সভা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলেন। প্রথমেই সংগঠনের যুগ্মসাধারন সম্পাদক দিদার আহমদ অনুষ্ঠান পরিচালনার জন্য ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ডাক্তার রবি আলমকে অনুরোধ জানান। যার প্রজ্ঞা ও শৃংখলায় অনুষ্ঠান অত্যন্ত সুষ্টু ও ফলপ্রসু হয়ে উঠে। অনুষ্ঠানের শুরু পবিত্র ধর্মগ্রন্হ পাঠের মধ্য দিয়ে হয়। প্রথেই মহাগ্রন্হ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শামসুল আরেফিন বাবলু ও পরে গীতা পাঠ করেন….। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি জনাব নাজমুল চৌধুরী এবং প্রধান অথিতির চেয়ার অলংকৃত করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা জনাব মুস্তাইন দারা বিল্লা। সভাপতির বক্তব্যে জনাব নাজমুল চৌধুরী বলেন গত ১২ বছরে বাংলাদেশের যে অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন হয়েছে তা বিগত ৩৮ বছরেও এর অর্ধেকও হয়নি। তাই দেশকে মধ্যম আয়ের দেশে দ্রুত নিয়ে যেতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ বিরান ভূমি হয়েছিল, আজ বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পুর্ন। নেত্রী আজ বাংলাদেশে শিল্প বিপ্লবের পরিকল্পনা শুরু করেছেন। আমাদেরকে আজ নেত্রীর পাশে থাকতে হবে। আর অদম্য গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশকে যাতে কেউ গতি রোধ করতে না পারে সেদিকে সোচ্চার থাকতে হবে। অনুষ্ঠানে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামীলীগের উপদেষ্টা অনলগর্সি বক্তা জনাব ফিরোজ আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মিঞা আব্দুর রব, সহসভাপতি শামীম আহমেদ, সিটি আওয়ামীলীগ সভাপতি জনাব মাহতাব উদ্দিন টিপু, যুবলীগ সভাপতি তুখোড় বক্তা এম এ হাই আজিজ, সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, শামসুল আরিফীন বাবলু, পনির চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যুবলীগের প্রচার সম্পাদক মিসেস সম্পা চৌধুরীর চৌকস পরিচালনায় গরজিয়াস সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়া হয়।
More Stories
ষোল বছর ধরে চলে আসা বিএনপি’র রাজপথের আন্দোলনের সফল সমাপ্তি টেনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ফজলুল হক মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়...
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...