আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিকে ‘লন্ডন বহুভাষী দিবস’ হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। তিনি লন্ডনের মেয়রের প্রতি এই আহ্বান জানান।
লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ও জাতীয় কমিশন ফর ইউনেস্কোর যৌথ উদ্যোগে ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বহুভাষী শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, তিনশ’ টিরও বেশি জাতিগত সম্প্রদায় বৃহত্তর লন্ডনের সাংস্কৃতিক ল্যান্ডস্কেপকে সমৃদ্ধ করেছে। তাদের বহুভাষা ও বৃহত্তর আন্তঃসাংস্কৃতিক সম্প্রীতির। জন্য ২১ ফেব্রুয়ারিকে লন্ডনের বহুভাষী দিবস হিসেবে ঘোষণা করার জন্য আমি লন্ডনের মেয়রকে আহ্বান জানাই।
হাইকমিশনার বলেন, বৃহত্তর লন্ডনে বাংলা তৃতীয় সর্বাধিক কথ্য ভাষা হওয়ায় হাইকমিশন ব্রিটিশ-বাংলাদেশিদের নতুন প্রজন্মের জন্য বাংলা ভাষা শেখার সুবিধা দেবে। ১৯৫২ সালের ভাষা শহীদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে হাইকমিশনার স্মরণ করেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বাংলা ভাষা শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিকীকরণের পাশাপাশি বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ৭ হাজারেরও বেশি মাতৃভাষা সংরক্ষণে সহায়তা করার জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কমনওয়েলথ সেক্রেটারি-জেনারেল ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, ইউনেস্কোতে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত লরা ডেভিস, ইউকেতে তুর্কি রাষ্ট্রদূত উমিত ইয়ালসিন, উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত আলেকসান্দ্রা মিওভস্কা, যুক্তরাজ্যে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত বারবারা মন্টালভো আলভারেজ, যুক্তরাজ্যে জর্জিয়ার রাষ্ট্রদূত সোফি কাতসারভা, যুক্তরাজ্যে শ্রীলঙ্কার হাইকমিশনার সরোজ সিরিসেনা, যুক্তরাজ্যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ড. ডেসরা পারকায়া, ব্রিটিশ ফরেন অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডিরেক্টর মায়া সিভা, লন্ডনের নেহেরু সেন্টারের ডিরেক্টর অমিশ ত্রিপাঠি, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর মাইকেল কনোলি, অমর একুশের গানের গীতিকার এবং বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী ও প্রবীণ নেতা সুলতান মাহমুদ শরীফ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
