সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের (ডব্লিউজিইআইডি) ১২৬তম অধিবেশন শেষ হয়েছে। গত ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশন চলাকালীন, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর থেকে জরুরি পদক্ষেপমূলক প্রক্রিয়ার আওতায় ১৭টি গুমের অভিযোগ খতিয়ে দেখে। অভিযোগগুলোর প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হয়েছিল। দেশগুলোর মধ্যে বাংলাদেশের সঙ্গে আজারবাইজান, মিসর, কেনিয়া, লেবানন, লিবিয়া, পাকিস্তান, রাশিয়ান ফেডারেশন ও সৌদি আরব রয়েছে।
এ ছাড়া অধিবেশনে ওয়ার্কিং গ্রুপ আরও ৭২৭টি অভিযোগ নিয়ে পর্যালোচনা করে। আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, চীন, কলম্বিয়া, উত্তর কোরিয়া, ইকুয়েডর, মিসর, এল সালভাদর, ইন্দোনেশিয়া, ইরান, লাটভিয়া, লেবানন, লিবিয়া, পাকিস্তান, রুয়ান্ডা, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর জরুরি পদক্ষেপমূলক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না হওয়ায় নতুন গুমের অভিযোগের পাশাপাশি পূর্ববর্তী বিষয়ের হালনাগাদ করা তথ্য রয়েছে।
ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন দেশের সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপের চিঠি, সাধারণ অভিযোগ এবং জরুরি আপিলের বিষয়ে প্রতিক্রিয়া পর্যালোচনা করে। এ ছাড়া নতুন করে বেশ কিছু সাধারণ অভিযোগ গ্রহণ করা এবং বেশকিছু মামলার অগ্রগতির বিষয়ে আলোচনা হয়েছে।
মানবিক মূল্যবোধের চেতনায় গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অ-রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দ্বারা সংঘটিত বলপূর্বক গুমের সমতুল্য কাজগুলো নথিভুক্ত এবং আলোচনা অব্যাহত রেখেছে। এই প্রেক্ষাপটে ওয়ার্কিং গ্রুপটি বিভিন্ন সূত্রের মাধ্যমে জমা হওয়া তথ্যের ভিত্তিতে ইয়েমেনের সানায় ডি ফ্যাক্টো কর্তৃপক্ষের কাছে ৩টি মামলা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিশেষজ্ঞরা নিখোঁজ ব্যক্তিদের স্বজন, বেসরকারি সংস্থা, রাষ্ট্রীয় প্রতিনিধি এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গেও দেখা করেছেন।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
