ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃক রেজিষ্ট্রার্ড সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস সম্প্রতি বালার সুবর্ণজয়ন্তী উদযাপনে আপত্তি জানিয়েছে। কারণ, বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস বালা সংগঠনটি ২০১৫ সালে আহম্মদ কবির কর্তৃক রেজিষ্ট্রিকৃত নবজাত সংগঠন। উক্ত সংগঠন কিভাবে ৫০ বছর পূর্তি উদযাপন করে। এধরণের ভাবনা থেকে সরে আসার পরামর্শ দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস এর কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, স্বাধীনতার পর লস এঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশী গঠন করেছিল বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস। পরবর্তীতে মরহুম শহিদুল্লাহ খানের নেতৃত্বে এসোসিয়েশন বেগবান হয় এবং তৎকালীন এসোসিয়েশনের সভাপতি জনাব মমিনুল হক বাচ্চু উক্ত নামে ১৯৯৭ সালে ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃক রেজিষ্ট্রেশন করেছিলেন। অর্থাৎ ক্যালিফোর্নিয়া আইনি প্রক্রিয়ায় নিবন্ধন করা হয়েছিল। পরবর্তীতে ২০০৪ সালে সুহাইল আহমদ এই সংগঠনকে আবার নিবন্ধভুক্ত করেন এবং যথাক্রমে ২০০৫ ও ২০০৬ সালে এসওআই ফাইল করেন উনাকে সিইও এবং এনায়েত উল্লাহ সাহেবকে সেক্রটারি ও আবদুল্লাহ মাহমুদ সাহেবকে সিএফও পদবি দিয়ে। আবার ২০০৮ সালে সাইয়েদ আবেদ নিপু ১৯৯৭ সালের নিবন্ধন তুলে আনেন এবং সংগঠনের অফিস লংবিচের ঠিকানায় এস বি খানের নাম দিয়ে সিইও ইশতিয়াক চিশতী, সেক্রেটারী আবুল ইব্রাহীম এবং সি এফও ইমদাদুল হক বব এর নাম দিয়ে এসওআই (স্টেস্টমেন্ট অব দ্যা ইনফরমেশন) ফাইল করেন। পরবর্তীতে এসোসিয়েশন কোর্টে উঠলে উক্ত নামের নিবন্ধিকরণ স্থগিত হয়ে পড়ে।
২০১৫ সালে আহমদ কবির এসোসিয়েশনকে পুনর্জীবিত করার চেষ্টা করলেও প্রযুক্তিগত কারণে সেক্রটারী অব স্টেস্ট উক্ত এসোসিয়েশনকে নিবন্ধন করার অনুমতি দেয়নি বিধায় তিনি বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস বালা নামে নতুন নিবন্ধন করেন। যা পরবর্তীতে ডা: সিরাজুল্লাহ উক্ত সংগঠনের সংবিধান প্রণয়ন করেন এবং তার ধারাবাহিকতায় বালার কার্যক্রম চলছে। বলাবাহুল্য যে, সিরাজুল্লাহ সাহেব সংগঠনের প্রতিষ্ঠাতা আহমদ কবিরকে না জানিয়ে ( আহমদ কবিরের ভাস্য) এজেন্ট অব সার্ভিস উনার নামে করে ফেলেন। উনার ফাইলে তিনি নিজে সিইও, সেক্রটারী জনাব সাইফ কুতুবি এবং সিএফও জনাব মোহাম্মদ আবু হানিফার নাম আছে।
অপরদিকে, গত বছরের শেষে দীর্ঘ ৫০ বছরের পুরাতন বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলস আবার পুনর্জীবিত করা হয়েছে। বর্তমানে স্টেস্টমেন্ট অব দ্যা ইনফরমেশন (এসও আই) এতে রয়েছেন আহমেদ কবির, কাজী মশহুরুল হুদা এবং ফারহান কবিরের নাম। ক্যালিফোর্নিয়া স্টেস্ট কর্তৃক সকল দলিল উক্ত নিবন্ধিকরণের হাতে রয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেসকে পুনরায় পূন:জাগরিত করার জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব লস এঞ্জেলেস তৎকালীন গঠিত গঠনতন্ত্রের ভিত্তিতে (গঠনতন্ত্র প্রণয়ন ছিলেন ইঞ্জিনিয়র মোকলেস ভূঁইয়া ও ড. নাজমুল উলাহ ) অচিরেই নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে গ্রিফিত পার্কে চিরাচরিত নিয়মেই পিকনিকের মাধ্যমে কার্যকরী কমিটি গঠন করা হবে বলে জানা গেছে এবং অচিরের একটি টাউন হল মিটিং এর মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
উল্লেখ্য, সকল প্রবাসী বাংলাদেশী আমেরিকান উক্ত সংগঠনের সদস্য এবং প্রত্যেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং ভােট দেওয়ার ক্ষমতা রাখেন এবং নির্বাচন সংগঠনের সকল নিয়ম অনুযায়ী সম্পাদন করা হবে বলে জানিয়েছে বর্তমান এসোসিয়েশনের অফিসারবৃন্দ।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
