২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পরিচালিত জরিপে ডোনাল্ড ট্রাম্প সবার শীর্ষে অবস্থান করছেন। জরিপে ফ্লোরিডা স্টেটের গভর্ণর রোন ডিসান্টিসের চেয়ে ট্রাম্পের অবস্থান ৪৩% পয়েন্ট বেশি। অর্থাৎ ট্রাম্পকে যোগ্য হিসেবে মনে করেছেন ৫৪% রিপাবলিকান ভোটার।
অপরদিকে, ডিসান্টিসকে যোগ্য মনে করেছেন মাত্র ১১% ভোটার। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সাপোর্ট করেছেন ৮% রিপাবলিকান ভোটার। ডিসেম্বরের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে পরিচালিত এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে রোববারের গণমাধ্যমে। জরিপ চালিয়েছে রয়টার্স/এলপিএসওস।
উল্লেখ্য, নির্বাচনে ট্রাম্প প্রার্থী হতে রিপাবলিকান প্রাইমারিতে অবতীর্ণ হবেন বলে এখনও তিনি জানাননি। তবে ট্রাম্প সর্বশেষ এক মন্তব্যে উল্লেখ করেছেন, ‘বিষয়টি নিয়ে আমি ভাবছি।’ ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করছি আমার প্রার্থীতা ঘোষণার পর অনেকে খুশী হবেন। তবে সেটি আমি নিশ্চিত করতে পারবো সামনের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর।’
পরিচালিত ওই জরিপে ৪% রিপাবলিকানের সাপোর্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন ট্রাম্প আমলে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি। টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজকে ৩% এবং টেক্সাসের গভর্ণর গ্রেগ এ্যাবোটকে সাপোর্ট দিয়েছেন মাত্র ২% ভোটার। সম্ভাব্য প্রার্থীর মধ্যে ঐ জরিপে মাত্র ১% রিপাবলিকানের সাপোর্ট পেয়েছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও এবং মিজৌরির সিনেটর যোস হাউলে।
জরিপে অংশগ্রহণকারীদের ১৪% কোন প্রার্থীকেই সাপোর্ট দেননি। অপরদিকে, ডেমক্র্যাটিক পার্টির ভোটারের মধ্যে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীর জনপ্রিয়তা নিয়ে পরিচালিত অপর জরিপে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অধিক যোগ্য হিসেবে মনে করেছেন ৯৬% ভোটার। ৭৬% সাপোর্ট করেছেন পরিবহন মন্ত্রী পিটে বুটিগীগকে। বাইডেন আর ট্রাম্পের মধ্যে কে ভালো সে প্রসঙ্গে উভয় পার্টির ভোটারের মধ্যে পরিচালিত জরিপে ৫২% বাইডেনকে এবং ৪৪% ট্রাম্পকে সাপোর্ট করেছেন। ৫৬% ট্রাম্পকে কোনভাবেই পছন্দের তালিকায় রাখেনি।
অপরদিকে, বাইডেনকে এখনও ভালো মনে করেছেন ৪৮% ভোটার। জাতীয়ভিত্তিক এ জরিপে ৪৪০৭ ভোটার অংশ নেন।
More Stories
যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল, আছে বাংলাদেশিরাও
যুক্তরাষ্ট্রে গত কয়েকদিন ধরে আকস্মিকভাবে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ভারতীয়দের ভিসা বাতিল করা হয়েছে।...
ওষুধ ও প্রযুক্তিপণ্যে শুল্ক আরোপের ইঙ্গিত ট্রাম্পের, উদ্বেগ বিশ্ববাজারে
জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র সরকার ওষুধ ও আধুনিক প্রযুক্তিপণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নিয়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে...
স্মার্টফোনে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
চীনে তৈরি স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্য শুল্ক থেকে অব্যাহতি পাবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...
বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন...
বন্ধুত্ব টেকেনি মোদির, ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাঁর বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিনেতা মোদি, তাঁর নেতাকর্মী...
ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে যা বললেন হিলারি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক...