‘এ অবৈধ সরকারের মসনদে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এ সরকারের মসনদ সহসাই ভেঙে পড়বে ইনশাআল্লাহ।’ আজ রোববার খাগড়াছড়িতে মহিলা দলের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
আফরোজা আব্বাস বলেন, জুলুম অত্যাচার করে কোনো সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এ অবৈধ সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে আফরোজা আব্বাস বলেন, মায়ের মুক্তি ও সুচিকিৎসার জন্য এ অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। এ অবৈধ, স্বৈরচারী ও জুলুমবাজ সরকার ক্ষমতা থেকে না নামলে দেশের জনগণ গণতন্ত্র ও বাকস্বাধীনতা, আইনের শাসন, ভোট ও ভাতের অধিকার পাবে না। নিরাপত্তাও পাবে না।
নারীসমাজ আজ সবচেয়ে বেশি নির্যাতিত উল্লেখ করে আফরোজা আব্বাস বলেন, এ অবৈধ সরকার নারীদের সবচেয়ে বেশি ভয় পায়। নারীদের প্রতি সবচেয়ে বেশি নির্যাতন ও জুলম করছে, ধর্ষিত হচ্ছে। তিনি দলীয় নেতাকর্মীদের ভয়কে জয় করে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার আন্দোলনে রাজপথে নামার আহ্বান জানান।
খাগড়াছড়ি মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা দলের জেলা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহানা আক্তার শানু।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিএনপি ও মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।
More Stories
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
