যদি সুস্থ থাকেন এবং সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন পান তাহলে ২০২৪ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জো বাইডেন। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। বুধবার রাতে এবিসি নিউজকে তিনি বলেছেন, যদি ভাগ্য এবং স্বাস্থ্য পক্ষে থাকে, তাহলে তিনি নির্বাচন করবেন। তার ভাষায়, আমি ভাগ্যকে সম্মান করি। আমার জীবনে বহু বহুবার ভাগ্য হস্তক্ষেপ করেছেন। এখন যেমন সুস্থ আছি, যদি এমন থাকি, তাহলে আবার নির্বাচন করবো। এক্ষেত্রে যদি ডনাল্ড ট্রাম্প মনোনয়ন পান তাহলে তাতে প্ররোচিত হবো।
জো বাইডেনের বর্তমান বয়স কমপক্ষে ৭৯ বছর। তিনি ২০২৪ সালে নির্বাচন করবেন কিনা তা নিয়ে নানা আলোচনা যুক্তরাষ্ট্রে।
তবে তার টিমও দাবি করেছেন, তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন। অন্যদিকে ডনাল্ড ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোন ঘোষণা দেননি। তবে এর আগে বিভিন্ন র্যালি এবং সাক্ষাতকারে তিনি নির্বাচনের পক্ষেই কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রে এ যাবত যত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি বয়সী জো বাইডেন। তার আগে ৭০ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন। এবিসির জন মুইরের সাক্ষাতকারে নির্বাচন নিয়ে জোর দেয়া হয়েছে। এতে মুইর তার কাছে দ্বিতীয় মেয়াদে নির্বাচন সম্পর্কে জানতে চান। জবাবে বাইডেন বলেন, হ্যাঁ, এ বিষয়ে তো প্রেস সেক্রেটারি জেন পসাকি বলেছেনই। সাক্ষাতকার দেয়ার সময় কখনো কখনো কৌতুক করেন বাইডেন। মুইর তার কাছে জানতে চান, যদি ট্রাম্প আবার নির্বাচন করেন, তাহলে তিনিও কি তাই করবেন? জবাবে বাইডেন স্মিত হাসেন। বলেন, আপনি তো আমাকে এখনই উদ্বুদ্ধ করছেন। অবশ্যই, যদি ট্রাম্প মনোনয়ন পান তাহলে কেন তার বিপরীতে আমি নির্বাচন করবো না? এতে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ বৃদ্ধি পাবে।
এ বিষয়ে ট্রাম্পের যোগাযোগ বিষয়ক পরিচালক টেলর বুদোউইচ বলেছেন, বাইডেনের নীতি দেশকে ধ্বংস করে দিচ্ছে। ২০২৪ সালে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা তা নির্দিষ্ট করে বলেননি।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
