বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি আর ভারত-বাংলাদেশ মৈত্রীর সুবর্ণজয়ন্তীতে বৃহস্পতিবার কলকাতায় উদ্বোধন হলো বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের। ভারতীয় সময় বেলা ১১টায় এই কেন্দ্রের ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এ ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করে মন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আজ বাংলাদেশের বিজয়ের সুবর্ণ এবং বাংলাদেশ–ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে কলকাতায় বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত। এই স্টোরের উদ্বোধনের মধ্য দিয়ে ভারতীয় নাগরিকগণ আমাদের উন্নত ভিসা পরিষেবা পাবেন, যা আমাদের দীর্ঘদিনের একটি প্রচেষ্টা ছিল। আমি এই বাংলাদেশ ভিসা সেন্টার স্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের সিপি ব্লকের ১৫ নম্বর বাড়িতে এ ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়। ১৩ হাজার বর্গফুটের এ ভিসা আবেদন কেন্দ্রে প্রতিদিন ৫০০ ভিসাপ্রার্থীর আবেদন গ্রহণ করা যাবে।
কলকাতায় বাংলাদেশের ভিসাপ্রার্থীদের দীর্ঘদিনের এ দাবি আজ বাংলাদেশের বিজয় দিবসের দিনে পূরণ হলো। কলকাতায় এত দিন বাংলাদেশ উপহাইকমিশন থেকে ভিসার কার্যক্রম পরিচালিত হতো।
বিশাল এ আবেদন কেন্দ্রে ভিসার আবেদন ও বিতরণের জন্য ১০টি কাউন্টার থাকছে। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করা হবে। আর ভিসা বিতরণ করা হবে বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ভিসার আবেদন গ্রহণ করা হবে কোভিডবিধি মেনেই।
ভিসা আবেদন কেন্দ্রে একযোগে ৫০০ আবেদনকারীর বসার ব্যবস্থা থাকছে। থাকবে এখানে ফ্রি ওয়াই–ফাই। ক্যাফেটরিয়া, নামাজের কক্ষও আছে। আরও থাকছে বাংলাদেশের সোনালী ব্যাংকের একটি কাউন্টারও। ওই কাউন্টারে ভিসা ফি গ্রহণ করার ব্যবস্থা থাকবে। বাংলাদেশ যেতে ভিসা ফি দিতে হবে ৮২৬ রুপি।
More Stories
উগ্রবাদীদের সাথে সরকারের একটি অংশ মিলে হিন্দুদের উচ্ছেদে চেষ্টা চালাচ্ছে: চিন্ময় কৃষ্ণ দাস
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অভিযোগ করেছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে যেখানেই আন্দোলন হয়েছে, সেখানেই...
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে...
গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না। বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা...
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াত আমির
সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে জামায়াতে ইসলামী ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির...
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...