প্রথম নারী পুলিশপ্রধান পাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রথমবারের মতো নারী পুলিশপ্রধান হিসেবে কেচান্ট সোয়েলকে নিয়োগ দিয়েছে নিউইয়র্ক। দেশটির বৃহত্তম নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব দেবেন তিনি।
কেচান্ট সোয়েল এই পদে নিয়োগ পাওয়া তৃতীয় কৃষ্ণাঙ্গ কর্মকর্তা। সাম্প্রতিক সময়ে সহিংসতা, বর্ণবাদী আচরণ এবং কর্মকর্তাদের দুর্নীতির বেশ কিছু ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর লোকজনের আস্থা কমে গেছে। কেচান্ট সোয়েল নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের আস্থা ফিরিয়ে আনবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এদিকে সাবেক পুলিশ কর্মকর্তা এবং ডেমোক্রেট দলের নবনির্বাচিত মেয়র এরিক অ্যাডামস হতে যাচ্ছেন নিউইয়র্কের দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র। তিনি আগামী ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহ আগে পুলিশ প্রধানের এই গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা দিলেন তিনি।
নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাতকারে অ্যাডামস বলেন, অপরাধের বিরুদ্ধে সোয়েল একজন প্রমাণিত যোদ্ধা। নিউইয়র্কবাসীর নিরাপত্তা এবং তাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা উভয় ক্ষেত্রেই তিনি মানসিক বুদ্ধিমত্তা প্রয়োগ করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরে প্রায় ৩৬ হাজার পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অপরাধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশজুড়ে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এমন সংকটময় পরিস্থিতিতে নিউইয়র্কের নিরাপত্তা রক্ষার গুরু দায়িত্ব পালন করতে হবে ৪৯ বছর বয়সী সোয়েলকে।
More Stories
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
যুক্তরাষ্ট্রের ‘এইচ-১বি ভিসা’ পুরোপুরি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী আনার সবচেয়ে বড় ভিসা কর্মসূচি এইচ-১বি পুরোপুরি বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ফি শতগুণ বাড়ানোর...
আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে বিবিসিকে চিঠি পাঠালেন ট্রাম্প
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সোমবার (১০ নভেম্বর) বিবিসির...
৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার অ-অভিবাসী ভিসা বাতিল করা হয়েছে। মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো...
নিউইয়র্কের মেয়র নির্বাচন: মামদানির হাতে ব্যালট-খামে বাংলায় লেখা
নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫০ লাখ নিবন্ধিত ভোটার আজ মঙ্গলবার নগরের পরবর্তী মেয়র নির্বাচনের লক্ষ্যে...
অন্য দেশের ‘সরকার বদলের’ মার্কিন নীতি শেষ: তুলসী গ্যাবার্ড
কোনো দেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র যে নীতি মেনে আসছিল, তা ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে শেষ হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা...
