ভারতের বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমান দেশটির তৃতীয় সর্বোচ্চ সামরিক পদক ‘বীর চক্র’-এ ভূষিত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্য এই পদকটি দেওয়া হয়। এই ক্যাটাগরির দ্বিতীয় পদক হলো ‘মহাবীর চক্র’ ও প্রথমটি হলো ‘পরমবীর চক্র’।
সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অভিনন্দনের হাতে পদকটি তুলে দেন। এসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। খবর হিন্দুস্তান টাইমস।
এর আগে চলতি মাসের শুরুতে অভিনন্দনকে উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয়। বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন সেনাবাহিনীর কর্নেলের সম মর্যাদার।
১৯৯৯ সালে কারগিল যুদ্ধে সাহসিকতার জন্য স্কোয়াড্রন লিডার অজয় আহুজা এবং উইং কমান্ডার একে সিনহার পর অভিনন্দনই প্রথম ভারতীয় বিমান বাহিনী সদস্য যিনি বীর চক্র পদকে ভূষিত হলেন। আহুজা পদকটি মরণোত্তর পেয়েছিলেন।
পদক অনুষ্ঠানে অভিনন্দনের প্রশংসা করে বলা হয়, ব্যক্তিগত নিরাপত্তার কথা না ভেবে উইং কমান্ডার অভিনন্দন শত্রুপক্ষ মোকাবিলায় দুঃসাহসের পরিচয় দিয়েছেন এবং দায়িত্ব পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এছাড়া বলা হয়, ওইদিন অভিনন্দন আমেরিকায় তৈরি পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে মাটিতে নামিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় ৪০ জনেরও বেশি নিহত হয়। ওই ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ। তবে পাকিস্তান সরকার ওই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছিল।
পুলওয়ামা হামলার জবাব দিতে ২৬ ফেব্রুয়ারি ভোরে পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায় ভারত। সেখানে ভারতীয় বিমান বাহিনীর অভিযানে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি করে ভারত। তবে পাকিস্তান ওই দাবি প্রত্যাখ্যান করেছিল।
দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে ২৭ ফেব্রুয়ারি ভারতের পক্ষ থেকে পাকিস্তানের একটি এবং পাকিস্তানের পক্ষ থেকে ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছিল। এরপর প্রথমে ভারতের দুইজন পাইলট এবং তার কয়েক ঘণ্টা পর এক পাইলটকে আটকের কথা জানায় পাকিস্তান সেনাবাহিনী। পরে এক ভিডিওতে পাইলট অভিনন্দনকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। যদিও পরের আরেক ভিডিওতে তাকে স্বাভাবিক অবস্থায় চা পান করতে দেখা যায়। তখন ওই ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার হয়।
পরে ওই বছরের ১ মার্চ অভিনন্দনকে মুক্তি দেয় পাকিস্তান। এর আগে ২৮ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সংসদে ঘোষণা দেন, ‘শান্তির নিদর্শন’ হিসেবে ভারতীয় পাইলট অভিনন্দনকে ফিরিয়ে দেওয়া হবে।
More Stories
হঠাৎ পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মিরে বন্যা
পাকিস্তানের কাশ্মিরের প্রধান নদীতে হঠাৎ করে বেড়েছে পানির প্রবাহ। এতে করে সেখানে মাঝারি বন্যা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের...
ভারতে সহিংসতা: বাংলাদেশের মন্তব্যের কড়া জবাব দিল্লির
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জইসওয়াল শুক্রবার তাদের ওয়েবসাইটে বাংলাদেশের মন্তব্য নিয়ে বিবৃতি দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্য...
ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের ‘ইঙ্গিতপূর্ণ কথা’
বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। এছাড়া ভারত গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে রয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে...
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই ভারতের। দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের একাধিক সরকারি...
বাংলাদেশের মতো অভ্যুত্থানের শঙ্কা ভারতেও
ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার ও তাদের মূল সংগঠন কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মধ্যে সম্পর্ক...
‘র’ এর ওপর মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ : তীব্র প্রতিক্রিয়া ভারতের
যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর ওপর যে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে, সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে...