বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের নবনিযুক্ত কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন মিলান বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। গত শুক্রবার সন্ধ্যায় কনস্যুলেট অফিসে এ সভা হয়।
এ সময় মিলান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার, উপদেষ্টা তুহিন মাহমুদ, সদস্য আব্দুল বাছিত দলই এবং আহসান হাবিব শিমুল কনসাল জেনারেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় ইতালি প্রবাসীদের বিদ্যমান পাসপোর্ট সমস্যা নিরসনে কনস্যুলেটের পদক্ষেপসহ বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে সাংবাদিকরা জানতে চান। এ সময় কনসাল জেনারেল বলেন, ‘প্রধানমন্ত্রী প্রবাসীবান্ধব ও আমরা প্রবাসীদের সকল সমস্যার সমাধানে বদ্ধপরিকর। আমরা কনস্যুলেটের মাধ্যমে প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদান করছি। আশা করি শিগগিরই সকল সমস্যা সমাধান করতে পারব।’ এ ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রবাসীদের বিভিন্ন সেবা প্রদানে কনস্যুলেট সংশ্লিষ্ট কার্যক্রমের গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান কনসাল জেনারেল। এ ছাড়া কনস্যুলেটের সেবার মান বাড়াতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। সেবাপ্রার্থীদের সব ধরনের সেবা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন।
অভিবাসন প্রত্যাশীদের বৈধ পথে বিদেশে আসতে উদ্বুদ্ধ করতে সাংবাদিকদের আহ্বান জানান এম জে এইচ জাবেদ। মিলানে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা ও শহীদ মিনার স্থাপনে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
আলোচনায় অংশ নেন কনসাল এ কে এম শামসুল আহসান ও শ্রম কনসাল সাব্বির আহমেদ। মিলান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আগের মতোই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের সকল কার্যক্রমে সঙ্গে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময়ে মিলান বাংলা প্রেসক্লাব সভাপতি রিয়াজুল ইসলাম কাওছারের লেখা প্রবন্ধ ‘ভাবনাগুলো ভাবিয়ে যায়’ কনসাল জেনারেলকে উপহার দেওয়া হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
