ইন্দোনেশিয়ায় সফররত শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সাথে সেদেশের শিল্পমন্ত্রী এগাস গুমিয়াং কারতাসাসমিতার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউসিডো) সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়ন সংক্রান্ত ২য় আঞ্চলিক সম্মেলন শুরুর প্রাক্কালে আজ সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দু’দিনব্যাপি এ সম্মেলন আজ ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে। আগামীকাল জাকার্তা ঘোষণার মধ্যদিয়ে এ সম্মেলন শেষ হবে।
বৈঠকে, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি শিগগিরই স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন। এছাড়া কারিগরী দক্ষতা এবং হালাল শিল্প বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরেও উভয় পক্ষ সম্মত হন।
বুধবার বিকেলে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমওইউ স্বাক্ষরের লক্ষ্যে কিছু দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী সেদেশের ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফর করবেন।
ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিল্পমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মোঃ আব্দুল ওয়াহেদ এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নীতি) মোঃ সলিম উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
শিল্প উন্নয়ন সংক্রান্ত ২য় আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছান। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
