দর্পণ কালচারাল অ্যান্ড র্যালিজিয়াস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিডনিতে শারদীয় দুর্গাপূজা পালিত হয়েছে। তিথি অনুযায়ী পূজা করার উদ্দেশ্য থাকলেও করোনা মহামারি এবং কঠোর লকডাউনে থাকায় পূজা আয়োজনে বিলম্ব হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় শুরু হয় দিনব্যাপী পূজার কার্যক্রম। এতে অংশগ্রহণ করেন দেশি-বিদেশি নানা ধর্মের মানুষ।
এদিন বিকেলে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ ধর্মীয় সংস্কৃতি ভিত্তিক বিভিন্ন পরিবেশনা। আয়োজকরা মনে করেন, ধর্মীয় চর্চা এবং দেশীয় সংস্কৃতির যথাযথ অনুশীলনের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সমৃদ্ধকরণের মধ্যেই এই আয়োজনের সার্থকতা।
সন্ধ্যাপূজার পর স্বল্প পরিসরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের, যার শুরুতেই মঙ্গলদ্বীপ জ্বেলে সমগ্র বিশ্বের শান্তি কামনার জন্য প্রার্থনা করা হয়। সম্প্রতি বাংলাদেশে দুর্গাপূজার সময় ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার জন্য প্রতিবাদ হিসেবে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় সংগঠনটির সদস্য অমিত সাহা বলেন, মানুষের মুখোশের আড়ালেই রয়েছে কিছু অসুর শক্তি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই পরাক্রমশীল আচরণ অচিরেই বন্ধ হোক। এসময় অরুপ কান্তি বিশ্বাস, সুবীর গুহ ও হিমেল বর্মণসহ অন্যান্যরাও কথা বলেন।
সংগঠনটির উদ্দেশ্য এবং পূজা আয়োজনের পেছনের কথা বলতে গিয়ে অসীম চৌধুরী বলেন, এই পূজার মাধম্যেই ‘দর্পণ’ পরিবারের পথচলা শুরু হলো। বড় পরিসরে পূজা আয়োজনের পরিকল্পনা থাকলেও করোনা মহামারির কারণে বিভিন্ন সীমাবদ্ধতার জন্য এবার তা সম্ভব হয়নি। আগামী বছরের পূজা আরও জাকজমকপূর্ণ করার প্রত্যয়ে তিনি সকলকে পূজার আগাম নিমন্ত্রণ জানান এবং সকলের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
More Stories
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
দুই বাংলাদেশি ব্যবসায়ীকে প্রত্যর্পণে কাজ করছে মালয়েশিয়া
বেস্টিনেটের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম বিন আমিন নূর এবং তার সহযোগী রুহুল আমিন স্বপনের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ নিয়ে কাজ...
