ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনে হয় বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে চাইছে বলে মন্তব্য করেছেন কবি নির্মলেন্দু গুণ। আজ শনিবার ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছেন তিনি।
নির্মলেন্দু গুণ লিখেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা মনে হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চাইছে। তাই যেখানে পরাজয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে সেখানে জনসমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের মাঠ ছাড়া করার জন্য তারা প্রতিপক্ষের ওপর প্রকাশ্যে হামলা করছে। আমার নিজ উপজেলা থেকে পাওয়া এরকম চিত্রই সারা দেশের চিত্র কি-না জানি না। হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে হয়।’
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা তার উপজেলায় অধিকাংশ স্বতন্ত্র প্রার্থী এবং তাদের সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শন করছে বলেও উল্লেখ করেছেন এই কবি। তিনি লিখেছেন, ‘স্থানীয় প্রশাসন নৌকা প্রতীক পাওয়া “ধোয়া তুলসিপাতা”-দের আক্রমণ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের সুরক্ষা নিশ্চিত করতে পারছে না, বা চাইছে না।’
নির্মলেন্দু গুণ বলেন, ‘আমি খালি মাঠে গোল দেওয়ার এই বদভ্যাস পরিত্যাগ করার জন্য নৌকা প্রতীক প্রাপ্তদের প্রতি সবিনয় আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে আপনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে আপনার মনোনীত প্রার্থীদের সহিষ্ণু হবার নির্দেশ দিন। তাদের রাজশক্তির দম্ভ প্রকাশ করা থেকে বিরত থাকতে বলুন। মাঠ পর্যায়ের জনগণের রায় নিয়ে তাদের জয়ী হতে বলুন।’
স্থানীয় প্রশাসনকে দুষ্টের দমন ও শিষ্টের সুরক্ষায় নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য সক্রিয় হওয়ার নির্দেশ দিন। সেটাই আপনার (প্রধানমন্ত্রী) জন্য এবং দেশের ভবিষ্যতের জন্য ভালো হবে বলে মন্তব্য করেন নির্মলেন্দু গুণ।
More Stories
আওয়ামী লীগের শুধু দাফন হয়নি, কবর রচনা হয়ে গেছে: খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচার কখনো স্থায়ী হতে পারে না। স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায়...
ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই: আমীর খসরু
‘ঐকমত্যের বাইরে সংস্কারের প্রয়োজন নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার (২৭ এপ্রিল) বিকেলে...
ভারত-পাকিস্তান বিরোধে মধ্যস্থতা করতে চায় বাংলাদেশ
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের বিরোধ চরম আকার ধারণ করেছে। বাক যুদ্ধ পরিণত হয়েছে শক্তি প্রদর্শনের। এরই মধ্যে...
আজ পর্যন্ত অবৈধ এক টাকা স্পর্শ করিনি: সারজিস আলম
এখন পর্যন্ত অবৈধ কোনো টাকা স্পর্শ করেননি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। একই সঙ্গে অনৈতিক...
ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ
প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন...
সুবিধামতো সময় যে কোনো দলে যোগ দিতে পারি: উপদেষ্টা আসিফ
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয় এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তবে সুবিধামতো...