কুমিল্লার ঘটনার পুনরাবৃত্তি বন্ধ এবং ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন। রাজনৈতিক ফায়দা লুটতে এবং সহিসংতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে কুমিল্লার সাম্প্রদায়িক উসকানি দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীরপাড় এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্থানীয় হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনা করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে বথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে এবং সহিসংতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে কুমিল্লায় এ সাম্প্রদায়িক উসকানি দেওয়া হয়েছে। এটা সরকারের ব্যর্থতা, তাদের উচিত পদত্যাগ করা। তিনি আরও বলেন, ১৫ দিনের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত। পূজামণ্ডপে এই ধরনের ধর্মীয় অনুভ‚তিতে আঘাতের ঘটনা সরকারের ব্যর্থতা। সরকার এটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। তবে সবার প্রতি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান তিনি।
একই সময় আলাদাভাবে নানুয়া দীঘিরপাড়ের পূজামণ্ডপ পরিদর্শনে আসেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা। স্থানীয় নেতাদের সঙ্গে পরে তারা অন্যান্য পূজামণ্ডপ পরিদর্শন করেন। তারাও কুমিল্লার ঘটনা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
More Stories
‘চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল’
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার নিয়ে ভারতের প্রতিক্রিয়ায়...
এক বছরের মধ্যে নির্বাচন চায় ৬১ শতাংশ মানুষ
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অগাস্টের ৮ তারিখ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী...
নির্বাচনে যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে। সাবেক স্বৈরাচার দেশি-বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র...
অন্তর্বর্তী সরকার ফেল করলে আমাদের বিপদ আছে : এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হারিয়ে যাওয়া গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই করাই...
উগ্রবাদীদের সাথে সরকারের একটি অংশ মিলে হিন্দুদের উচ্ছেদে চেষ্টা চালাচ্ছে: চিন্ময় কৃষ্ণ দাস
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অভিযোগ করেছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে যেখানেই আন্দোলন হয়েছে, সেখানেই...
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে...