Read Time:2 Minute, 59 Second

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে ইংল্যান্ডের বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির উদ্যোগে আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় মেলা। গত ১২ অক্টোবর বার্মিংহামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিজয় মেলা আয়োজনের এই ঘোষণা দেওয়া হয়।

বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সভাপতি আলহাজ্ব কামরুল হাসান চুনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল এম চৌধুরী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বার্মিংহাম কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির অন্যতম সদস্য ও বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীরা ছাড়া কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদ, বার্মিংহাম জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব কাজী আঙ্গুর মিয়া, গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি ফখর উদ্দিন, কোষাধ্যক্ষ সিতার আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট শায়েল আহমেদ, আব্দুল কাইউম, বার্মিংহাম যুবলীগের সভাপতি মাহমুদ আলী, বার্মিংহাম যুবদলের সভাপতি রাসেল আহমেদ, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তফা চৌধুরী যুবরাজ, সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম, কলামিস্ট শেবুল চৌধুরী, এলবি টুয়েন্ট্রি ফোর ডট টিভির রাশিয়া খাতুন, চ্যানেল এসের প্রতিনিধি রিয়াদ আহাদ ও আহমেদ সুহেল, বাংলা কাগজের আহমেদ ক্বাবির, বিঅনটিভির আনোয়ার হোসেইন, রাকিব আহমেদ প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নির্বাচন নিয়ে আর খেলতে দেওয়া হবে না : মির্জা ফখরুল
Next post অস্ট্রিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন
Close