বিশ্বজুড়ে অর্থনৈতিক কেলেঙ্কারির খবর এবার ফাঁস করতে চলেছে প্যান্ডোরা পেপারস। যেখানের থাকছে কর ফাঁকি দিয়ে বিদেশে অর্থ পাচার ও অর্থনৈতিক লেনদেনের গোপনীয়তার ওপর বিশদভাবে তৈরি প্রতিবেদন। পানামা পেপারসের মতো প্যান্ডোরা পেপারসেও বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলের অর্থনৈতিক কেলেঙ্কারির চিত্র পাওয়া যাবে। তবে সেই রাঘববোয়াল কারা, তা প্রতিবেদন প্রকাশের পরই জানা যাবে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) এটি প্রকাশ করছে। স্থানীয় সময় রোববারই এটি প্রকাশ করার কথা। প্যান্ডোরা পেপারসের অনুসন্ধানেও ধরা পড়েছেন বহু প্রভাবশালী ও জনপ্রিয় রাজনীতিক, ধনকুবের এবং আলোচিত ব্যক্তিত্ব। খবর এনডিটিভি, ডন ও ফার্স্ট পোস্টের।
রোববার আইসিআইজে এক টুইটে জানায়, বিভিন্ন মাধ্যমে গোপনে সংগ্রহকৃত এক কোটি ১৯ লাখ নথি পর্যালোচনা করে প্যান্ডোরা পেপারস তৈরি করা হয়েছে। ১১৭টি দেশের ছয় শতাধিক সাংবাদিক এই বিশাল কর্মযজ্ঞে যুক্ত রয়েছেন।
পাচারের অর্থে করমুক্ত কোম্পানি (ট্যাপ হ্যাভেন) পরিচালনার জন্য বিশ্বে বহুল আলোচিত ও সমালোচিত দেশ পানামা। ২০১৬ সালে প্রকাশিত পানামা পেপারসে দেখা গিয়েছিল সেই চিত্র। পানামা পেপারস প্রকাশের পর বিভিন্ন দেশের সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অর্থ পাচারের চিত্র সামনে আসে। এর ধাক্কায় আয়ারল্যান্ড ও পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রীরা ধরাশায়ী হন। আইসিআইজে গতকাল টুইটবার্তায় ইঙ্গিত দিয়েছে, অর্থনৈতিক অস্বচ্ছতার জন্য এবারও বড় বড় মুখ বিপাকে পড়বেন।
এদিকে প্যান্ডোরা পেপারস নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানে। গতকাল দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, প্যান্ডোরা পেপারস ফাঁস হলে দুর্নীতিবাজদের চেহারা সামনে চলে আসবে। এতে করে প্রধানমন্ত্রী ইমরান খানের ভাবর্মূতি আরও উজ্জ্বল হবে।
More Stories
সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি অভিবাসী আটক
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি।...
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
